৩ বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ৩ ড্রোন ভূপাতিত করল মার্কিন রণতরী
লোহিত সাগরে তিনটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল রবিবার এ হামলা চালানো হয়। এ সময় একটি মার্কিন যুদ্ধজাহাজ তিনটি ড্রোন ভূপাতিত করে। ঘটনার পর এসব হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী।
ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলা সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে ধারাবাহিক হামলাগুলোর মধ্যে এটিই সর্বশেষ হামলা।
এ হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র 'উপযুক্ত প্রতিক্রিয়া বিবেচনার' প্রতিশ্রুতি দিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, 'এই হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।'
বিবৃতিতে আরো বলা হয়, 'ইয়েমেনে হুতিরা যে সব হামলা চালিয়েছে, তাতে ইরানের পুরোপুরি সম্পৃক্ততা রয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আমাদের কাছে রয়েছে।'
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী শহর সানা থেকে হামলাটি শুরু হয়।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, নেভি ডেস্ট্রয়ার ইউএসএস কার্নি বাহামাস-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ইউনিটি এক্সপ্লোরারকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। ক্ষেপণাস্ত্রটি জাহাজটির কাছে আঘাত হানে।
সেন্ট্রাল কমান্ড জানায়, কিছুক্ষণ পর কার্নি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে। এটি ইউএসএস কার্নিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল কি না সেটি মার্কিন সামরিক বাহিনী স্পষ্ট করে বলতে পারেনি।
এর প্রায় ৩০ মিনিট পর ইউনিটি এক্সপ্লোরার জাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে জাহাজটির সাহায্যে এগিয়ে আসার পথে কার্নি নিক্ষিপ্ত আরেকটি ড্রোনকে গুলি করে ধ্বংস করে।
সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় ইউনিটি এক্সপ্লোরার জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পানামার পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ নাম্বার ৯ ও সোফি ২ কে লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলায় নাম্বার ৯ জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোফি ২ জাহাজেও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে সোফি ২ এর সহায়তায় এগিয়ে যাওয়ার সময় ইউএসএস কার্নি আরেকটি ড্রোনকে ভূপাতিত করে।
হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দুটি হামলারই দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, প্রথম জাহাজটিকে (ইউনিটি এক্সপ্লোরার) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং দ্বিতীয় জাহাজটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
ইউনিটি এক্সপ্লোরার জাহাজটি একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের মালিকানাধীন। জাহাজটিতে ইসরায়েলে বসবাসকারী ড্যান ডেভিড উঙ্গার রয়েছেন। তিনি ইসরায়েলি শিপিং বিলিয়নিয়ার আব্রাহাম "রামি" উঙ্গারের ছেলে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।