জিম্মিদের বিষয়ে ‘গণহত্যার যুদ্ধ’ বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনা নয়: হামাস
গাজায় ইসরায়েলি 'গণহত্যার যুদ্ধ' বন্ধ না করা পর্যন্ত জিম্মিদের বিষয়ে কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
এর আগে জিম্মিদের মুক্তির জন্য দ্বিতীয় যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহের ইঙ্গিত দেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
এক বিবৃতিতে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, তারা যুদ্ধ বন্ধের বিষয়ে যে কোনো উদ্যোগে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, 'আমরা অব্যাহত ইসরায়েলি গণহত্যার এই যুদ্ধের মধ্যে জিম্মি বিনিময়ের বিষয়ে যে কোনো ধরনের আলোচনা খোলাখুলিভাবে প্রত্যাখ্যান করছি।'
তিনি যোগ করেন, 'তবে আমাদের জনগণের ওপর আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের মানবিক সহায়তার জন্য সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে যে কোনো উদ্যোগের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে।'
এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, তার দেশ 'জিম্মিদের মুক্তির জন্য আরেকটি মানবিক বিরতি এবং অতিরিক্ত মানবিক সহায়তার জন্য প্রস্তুত'।
হারজগের কার্যালয়ের তথ্যমতে, রাষ্ট্রদূতদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি।
হারজগ বলেছেন, 'আর এ দায়িত্ব সম্পূর্ণ বর্তায় হামাস নেতা সিনওয়ার ও হামাসের সম্পূর্ণ নেতৃত্বের ওপর।'