গাজা যুদ্ধ: জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব কাঠামো নিয়ে মতানৈক্য, ভোট স্থগিত
গাজায় যুদ্ধবিরতি বিষয়ক একটি প্রস্তাবের কাঠামো নিয়ে মতানৈক্যের জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটি গতকাল মঙ্গলবারেও অনুষ্ঠিত হয়নি। খবর বিবিসির।
গত সোমবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় এ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে দুদিন পিছিয়ে আজ বুধবার এ ভোট অনুষ্ঠিত হতে পারে।
কূটনীতিকরা বলছেন, শত্রুতা বন্ধে অন্যতম বাধাগুলোর একটি হলো কীভাবে এ প্রস্তাব বা আহ্বানের কাঠামো নির্ধারণ করা যায়।
এর আগে গত ৮ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য। তাছাড়া বাকি ১৩টি সদস্যসহ বিশ্বের বহু দেশ প্রস্তাবটিতে সমর্থন দিয়েছিল।
এখন যে আলোচনা চলছে, সেটির লক্ষ্য এ প্রস্তাবটিতে ওয়াশিংটনের পক্ষ থেকে আরেকটি ভেটো এড়ানো।
সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবিত খসড়াটিতে গাজায় 'নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তার প্রবেশ' করতে দেওয়ার জন্য 'জরুরি ও দীর্ঘমেয়াদী শত্রুতা বন্ধের' কথা বলা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত বলছে, কূটনীতিকরা ভেবেছিলেন তারা একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছেন। কিন্তু চূড়ান্ত আলোচনা আরো জটিল হয়ে দাঁড়িয়েছে।
মতানৈক্যের কারণে খসড়াটির গুরুত্ব ইতোমধ্যেই কমে গেছে। তাই এখন দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধের পরিবর্তে আপাতত 'শত্রুতা বন্ধ করার' কথা বলা হচ্ছে।
ইসরায়েলের সাথে সাথে যুক্তরাষ্ট্রও যুদ্ধবিরতির বিষয়ে অসম্মতি জানিয়ে আসছে। তাদের কথা হলো, এ মুহূর্তে যুদ্ধবিরতি হলে হামাসই লাভবান হবে।
গতকাল মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিনিধি জানান, তারা বাধাগুলোর বিষয়ে আরো 'গঠনমূলকভাবে জড়িত' হওয়ার চেষ্টা করছেন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড বিবিসিকে বলেছেন, 'আমরা অন্যদের সাথে বিষয়টি নিয়ে কাজ করছি এবং এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখান থেকে সামনে অগ্রসর হতে চাই না।'