জো বাইডেনের অভিশংসন তদন্তে সাক্ষ্য দিতে রাজি ছেলে হান্টার
অবশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
অভিশংসন তদন্তের অংশ হিসেবে সরাসরি রিপাবলিকান কমিটির কাছে সাক্ষ্য দেবেন হান্টার।
বৃহস্পতিবার হাউস ওভারসাইট কমিটি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
এর আগে গত কয়েকমাসে একাধিকবার জনসাধারণের জন্য উন্মুক্ত নয় অর্থাৎ, রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে হান্টার।
এর ফলে হান্টারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে কংগ্রেস ।
আগামী ২৮ ফেব্রুয়ারি এই শুনানি হবে বলে জানিয়েছে কমিটি।
তবে হান্টারের সাক্ষ্য কোথায় নেওয়া হবে এবং তা রুদ্ধদ্বার কক্ষে না কি প্রকাশ্যে নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।
এ বিষয়ে বিষদ জানার জন্য হান্টারের আইনি দলের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে হান্টার বাইডেনকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করার পরিকল্পনা থেকে সরে আসে রিপাবলিকানরা।
হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেমস কোমার এবং হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জিম জর্ডান এক যৌথ বিবৃতিতে বলেন, 'বাইডেন পরিবারের সদস্য ও সহযোগীদের সঙ্গে কয়েকবার সাক্ষাৎকারের পর তার সাক্ষ্য নেওয়া হবে।'
তিনি বলেন, আমরা হান্টার বাইডেনের সাক্ষ্যের অপেক্ষায় রয়েছি।
তারা আরও জানান, প্রেসিডেন্টের ভাই জেমস বাইডেনের সাক্ষ্য নেওয়ার জন্য তার আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে।
এপির খবরে বলা হয়েছে, হান্টার বাইডেনের আইনি দলও খবরটি নিশ্চিত করেছে।
তার ঘনিষ্ঠ একটি সূত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, এর আগে হান্টার রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কারণ 'রিপাবলিকানরা সবসময়ই রুদ্ধদ্বার সাক্ষ্য নিতে চেয়েছে'।
প্রেসিডেন্টের ছেলে গত সপ্তাহে একটি শুনানিতে আকস্মিক উপস্থিত হন, যার ফলে অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রিপাবলিকানরা এতে তার ওপর আরও বেশি ক্ষুব্ধ হয়েছে।
ওভারসাইট কমিটির শুনানি শুরু হওয়ার পরপরই তিনি তার আইনজীবী অ্যাবে লোয়েলের সঙ্গে শুনানি কক্ষে ঢোকেন।
এসময় একদল আইনপ্রণেতা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও, তিনি চুপচাপ বসে ছিলেন।
এক বিবৃতিতে মি. লোয়েল ফের জানিয়েছেন, তার ক্লায়েন্ট শুধু রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।যাতে রিপাবলিকানরা 'তার সাক্ষ্যকে বিকৃত, হেরফের বা অপব্যবহার করতে না পারে'।
হান্টারকে তার বাবার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করায় রিপাবলিকান পার্টির সমালোচনা করেন লোয়েল।
প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের নেতৃত্বদানকারী কংগ্রেসের রিপাবলিকানরা জানান, হান্টার তার পরিবারের নাম ব্যবহার করে অন্যায়ভাবে কিছু লাভ করেছেন কি না এবং তার মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন অযথাযথভাবে লাভবান হয়েছেন কি না, তদন্তে তা যাচাই-বাছাই করে দেখা হবে।
সেপ্টেম্বরে তদন্তের ঘোষণা দেওয়ার সময় তৎকালীন রিপাবলিকান হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি বলেছিলেন, কমিটির তদন্তকারীরা বাইডেন পরিবারের মধ্যে 'দুর্নীতির সংস্কৃতি' উদঘাটন করার পরই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
হোয়াইট হাউস এই তদন্তকে প্রেসিডেন্টের পুনঃনির্বাচনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিত একটি 'রাজনৈতিক স্টান্ট' বলে নিন্দা জানিয়েছে।
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়মতো কর পরিশোধে ব্যর্থ হওয়া, ২০১৮ সালে ভুয়া ট্যাক্স রিটার্ন দাখিল এবং কর ফাঁকিসহ ৯টি ফৌজদারি অভিযোগে গত মাসে হান্টার বাইডেনকে অভিযুক্ত করা হয়।
এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এছাড়াও, ৫৩ বছর বয়সী হান্টারের বিরুদ্ধে গুরুতর বন্দুক অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তবে, ওই অভিযোগের শুনানিতে হান্টার নিজেকে নির্দোষ দাবি করেছেন।