গাজায় ‘প্রতি ঘণ্টায় দুইজন মা নিহত হয়েছেন’: জাতিসংঘ
গাজায় চলমান যুদ্ধে মূল ভুক্তভোগী হচ্ছেন নারী ও শিশুরা। এপর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ১৬ হাজার নারী ও শিশু নিহত হয়েছেন।
ইউনাইটেড ন্যাশনস (ইউএন) উইমেনের পক্ষ থেকে গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রতি ঘণ্টায় গড়ে দুইজন মা নিহত হয়েছেন বলেও সংস্থাটির পক্ষ থেকে অনুমান করা হয়।
নিহতদের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এখন পর্যন্ত অঞ্চলটিতে মোট নিহতের শতকরা ৭০ ভাগই নারী ও শিশু। একইসাথে ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ১০ হাজার শিশু তার বাবাকে হারিয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখ নারী ও শিশু।
ইউএন উইমেনের পক্ষ থেকে বলা হয়, "নারী ও মেয়েরা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আশ্রয় থেকে বঞ্চিত হয়েছেন। এখন তারা আসন্ন অনাহার ও দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছেন।"
ইউএন উইমেনের এক্সিকিউটিভ সিমা বাহাউস এক বিবৃতিতে বলেন, "গত ১০০ দিন থেকে শুরু করে ফিলিস্তিনি জনগণের উপর চলমান যে প্রজন্মগত ট্রমা সঞ্চালিত হয়েছে তা আমাদের সকলকে আগামী প্রজন্মের জন্য ভাবতে বাধ্য করবে।"