পোষা সিংহ নিয়ে গাড়িতে করে হাওয়া খেতে বেরিয়ে গ্রেফতার
পোষা সিংহ নিয়ে পাতায়ার রাস্তায় হাওয়া খেতে বেরিয়েছিলেন দুই ব্যক্তি। সেই ভিডিও ছড়িয়ে পড়ায় থাইল্যান্ডের পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে। খবর বিবিসির।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিংহের একটি পোষা শাবক সাদা রঙের খোলা টপ বেন্টলির পিছনে বসে আছে। আর গাড়িটিকে চালাচ্ছেন একজন পুরুষ।
পুলিশের বরাতে জানা যায়, ঐ পুরুষ ব্যক্তিটি দেশ ছেড়ে চলে গেছেন। সেক্ষেত্রে সাথে থাকা নারী বন্ধু সাওয়াংজিৎ কোসুঙ্গনার্নকে গ্রেফতার করা হয়েছে।
যদিও থাইল্যান্ডে ব্যক্তিগতভাবে সিংহ পালন করা বেআইনি নয়। তবে সরকারিভাবে সেটির অনুমতি নিতে হয়।
এদিকে থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, মিসেস সাওয়াংজিৎ নাখোন পাথম প্রদেশের একজন থাই ব্যক্তির কাছ থেকে প্রাণীটি কিনেছিলেন বলে দাবি করেছেন। যিনি পাতায়াতে এটিকে তার কাছে পৌঁছে দিয়েছেন।
তবে ঐ ব্যক্তিটি সিংহটি বিক্রির আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে অনুমতি নেননি। ফলে প্রাণীটির কেনাবেচা এবং মালিকানা উভয়ই অবৈধ হয়ে উঠেছে।
ফলে ঐ নারী অনুমতি ছাড়া বন্য প্রাণী নিজের কাছে রাখার অভিযোগের সম্মুখীন হয়েছেন। যার শাস্তি এক বছরের কারাদণ্ড এবং ২৮০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা।
পুলিশ শ্রীলঙ্কান ঐ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনতেও খুঁজছে। তবে সে আর থাইল্যান্ডে নেই বলে তা করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে বন্য প্রাণীকে জনসাধারণের জায়গায় আনার অভিযোগে জন্য ছয় মাস পর্যন্ত জেল এবং ৫০ হাজার বাহট জরিমানা করা হতো।
এদিকে যে ব্যক্তি মিসেস সাওয়াংজিতের কাছে সিংহ বিক্রি করেছেন তাকেও অভিযোগের মুখোমুখি হতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, থাইল্যান্ডে বর্তমানে ২২৪ টি সিংহ রয়েছে যা আইগতভাবে বৈধ।