আপনার কুকুর কতদিন বাঁচবে? জানতে নাক মেপে দেখুন।
বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, একটি কুকুর কতদিন বাঁচতে পারে তা নির্ভর করে সেটির নাকের দৈর্ঘ্য, দেহের আকৃতি এবং লিঙ্গের উপর। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের ৫ লাখ ৮৪ হাজারের বেশি কুকুরকে নিয়ে করা গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে।
যুক্তরাজ্যের বৃহৎ কুকুর দাতব্য প্রতিষ্ঠানের তথ্য বিজ্ঞানী এবং এই গবেষণার (সাইন্টিফিক রিপোর্টে ছাপানো হয়েছে) প্রধান লেখক কার্স্টেন ম্যাকমিলান বলেছেন, "একটি মাঝারি আকৃতির চ্যাপ্টা মুখের পুরুষ বুলডগের থেকে ছোট আকৃতির লম্বাটে মুখের স্ত্রী ইতালিয়ান গ্রেহাউন্ডের বেশী দিন বেঁচে থাকার সম্ভাবনা তিন গুণ বেশী।
গবেষকরা প্রায় ১৫৫ টি জাতের কুকুরের উপর পরীক্ষা চালানোর পাশাপাশি মিশ্র জাতের কুকুরের উপর গবেষণা চালিয়েছেন। গবেষণায় দেখা গেছে, ল্যাব্রাডর রিট্রিভার অথবা বর্ডার কুলি জাতের কুকুরের গড় আয়ু ১৩ বছরের কিছুটা বেশী হলেও চ্যাপ্টা মুখো অথবা ছোট মাথার কুকুরের গড় আয়ু আরো কম। ছোট নাকের কুকুরের জাতের মধ্যে উল্লেখযোগ্য: বড় ম্যাস্টিফ (গড় আয়ু ৯ বছর), স্থূল ইংলিশ বুলডগ (গড় আয়ু ৯ বছর ৩ মাস) এবং ফ্রেঞ্চ বুলডগ (গড় আয়ু ৯ বছর ৮ মাস)।
ম্যাকমিলানের ভাষ্যমতে, "গবেষণা থেকে দেখা যাচ্ছে, কুকুরের জনসংখ্যার মধ্যে এই কুকুরগুলো খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই।"
মুখে ভাজ থাকা কুকুরদের মধ্যে লাসা আপসসের গড় আয়ু ১৪ বছর যা কুকুরদের হিসেবে অন্যতম সর্বোচ্চ গড় আয়ু। পাশাপাশি ১৪ বছর বা তার বেশী গড় আয়ুর কুকুরদের মধ্যে উল্লেখযোগ্য: শিবা ইনাস (গড় আয়ু ১৪ বছর ৬ মাস), প্যাপিলনস (গড় আয়ু ১৪ বছর ৫ মাস) এবং ইতালীয় গ্রেহাউন্ড (গড় আয়ু ১৪ বছর)।
গবেষণার ফলাফল থেকে আরো জানা যায়, স্ত্রী কুকুর পুরুষ কুকুরের থেকে বেশী সময় বাঁচে এবং ছোট কুকুর বড় কুকুরের থেকে বেশী সময় বাঁচে। বড় নাকের কুকুরগুলো ১২ বছর বা তার বেশী সময় বাঁচে এবং সকল আকৃতির চ্যাপ্টা মুখের কুকুরগুলো কম সময় বাঁচে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে জনপ্রিয় কুকুরের জাত ফ্রেঞ্চি। এই জাতের কুকুরগুলো চ্যাপ্টা মুখো, এদের নাক ছোট এবং এরা প্রায়ই শ্বাসকষ্টের সমস্যা, চর্মরোগ এবং চোখের সমস্যার মত বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগে। পাগ এবং ইংলিশ বুলডগেরও এই ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়।
লন্ডনের রয়্যাল ভেটেরিনারি কলেজের সহযোগী অধ্যাপক ড্যান ও'নীল বলেছেন, "নতুন এই গবেষণাটি চ্যাপটা মুখের কুকুর যে রকম শারীরিক সমস্যায় ভোগে সেগুলো তুলে ধরে। গবেষণায় দেখানো হয়েছে, চ্যাপ্টা মুখের কুকুর সাধারণ কুকুরের থেকে দেড় বছর কম বাঁচে।"
রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এনিমেলসের কুকুর কল্যাণ অভিজ্ঞ এসমি হুইলার বলেছেন, "আমরা জানি কেন এই জাতের কুকুরদের জন্য মানুষের মধ্যে অনেক ভালোবাসা। কিন্তু সেগুলোকে ব্রিড করিয়ে স্বাস্থ্যের ক্ষতি করা কখনোই ভালো কাজ নয়। ফ্যাশন অথবা নান্দনিকতার থেকে এদের স্বাস্থ্য এবং ভালো থাকার দিকেই দৃষ্টি দিতে হবে।"
ও'নীল এবং হুইলার এই গবেষণায় অংশগ্রহণ করেননি।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কুকুরের গড় আয়ু বিশেষজ্ঞ সিলভাব উরফারের ভাষ্যমতে, যুক্তরাজ্যে এই গবেষণা চালানো হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের কুকুরদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। বিশেষ করে যেই কুকুরগুলো 'পিওর ব্রিড' (খাঁটি জাত) সেগুলোর ক্ষেত্রে যেহেতু এরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু তিনি বলেছেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাশ্তের মিশ্র কুকুরের জাতের মধ্যে অনেক পার্থক্য থাকতে পারে।
কিন্তু উরফারও এই গবেষণায় অংশগ্রহণ করেননি।
তিনি বলেন, "এটি একটি চমৎকার গবেষণা এবং ছোট নাকের কুকুরদের ব্রিডিং এর ব্যাপারে একটি ভালো দিক তুলে ধরেছে। ছোট মাথার কুকুররা কম বাঁচে, এটা দেখে আমি অবাক হইনি।"
এই গবেষণার আরো দেখা গেছে, খাঁটি জাতের কুকুররা মিশ্র জাতের কুকুরের থেকে আট মাস বেশী বাঁচে। এর ফলে এটি মিশ্র কুকুরগুলো বেশী স্বাস্থ্যবান অথবা প্রাণচাঞ্চল্যে ভরপুর, এই ধরনের আলাপের সাথে গবেষণার ফলাফলের পার্থক্য দেখা দেয়। কিন্তু ম্যাকমিলান জানিয়েছেন, বর্তমান এই গবেষণা থেকে সম্পূর্ণ চিত্র পাওয়া সম্ভব না।
ম্যাকমিলান জানিয়েছেন, এই গবেষণায় অসংখ্য তথ্য থাকলেও এটি কুকুরের জীবনের সম্পূর্ণ চিত্রায়ণ নয়।
গবেষণা কুকুরদের ইউথেনেশিয়া বা যন্ত্রণাহীন ভাবে মৃত্যু ঘটানো (বার্ধক্য অথবা শারীরিক যন্ত্রণার জন্য) সহ অন্য কোন মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।
ম্যাকমিলান বলেন, "আমি আশা করি এই গবেষণাটি বিভিন্ন নীতিনির্ধারক, সরকার, পশুচিকিৎসক ও মালিকসহ সবাইকে ভাবতে বাধ্য করবে, 'কেন এই কুকুরগুলো মারা যাচ্ছে?'
তিনি আরো বলেন, "এর উত্তর পাওয়া কঠিন হবে। কিন্তু প্রতিবার আমরা পুরো প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমরা উত্তর দেই, আমরা বেশি স্বাস্থ্যকর কুকুরের জনসংখ্যার দিকে অগ্রসর হচ্ছি।"
দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী কিছু কুকুরের জাত ও সেগুলোর গড় আয়ু এখানে উল্লেখ করা হলো।
কুকুরের জাত | গড় আয়ু |
Mastiff | ৯ বছর |
Saint Bernard | ৯ বছর ৩ মাস |
Bloodhound | ৯ বছর ৩ মাস |
Bulldog | ৯ বছর ৮ মাস |
French Bulldog | ৯ বছর ৮ মাস |
Great Dane | ১০ বছর ৬ মাস |
Rottweiler | ১০ বছর ৬ মাস |
Irish Water Spaniel | ১০ বছর ৮ মাস |
Great Pyrenees | ১০ বছর ৯ মাস |
Boxer | ১১ বছর ৩ মাস |
American Eskimo | ১১ বছর ৩ মাস |
German Shepherd | ১১ বছর ৩ মাস |
Greyhound | ১১ বছর ৫ মাস |
Pug | ১১ বছর ৬ মাস |
Flat-Coated Retriever | ১১ বছর ৭ মাস |
Boston Terrier | ১১ বছর ৮ মাস |
Chihuahua | ১১ বছর ৮ মাস |
Siberian Husky | ১১ বছর ৯ মাস |
Bull Terrier | ১২ বছর |
Crossbreed | ১২ বছর |
Pomeranian | ১২ বছর ২ মাস |
Wire Fox Terrier | ১৩ বছর ৫ মাস |
Welsh Terrier | ১৩ বছর ৮ মাস |
Miniature Dachshund | ১৪ বছর |
Poodle | ১৪ বছর |
German Spitz Mittel | ১৪ বছর |
Shiba Inu | ১৪ বছর ৬ মাস |
Bolognese | ১৪ বছর ৯ মাস |
Tibetan Spaniel | ১৫ বছর ২ মাস |
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়