দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে ইতিহাস গড়ল ৮ বছরের বিস্ময় বালক অশ্বথ কৌশিক
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ৮ বছর বয়সী অশ্বথ কৌশিক একটি ক্লাসিক্যাল দাবা প্রতিযোগিতায় একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিয়ে ইতিহাস তৈরি করেছে।
সিঙ্গাপুরে বসবাসকারী কৌশিক সুইজারল্যান্ডের বার্গডর্ফার স্ট্যাডথাউস ওপেনের রাউন্ড ফোরে পোল্যান্ডের ৩৭ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার জ্যাসেক স্টপাকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেছে।
আট বছর বয়সী সার্বিয়ান লিওনিড ইভানোভিচ অন্য একটি ক্লাসিক্যাল প্রতিযোগিতায় একজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিয়ে নয় বছরের কম বয়সী প্রথম দাবাড়ু হিসেবে গত মাসেই এই রেকর্ড করেছিলেন।
চেজ.কমের তথ্য অনুযায়ী, কৌশিক যখন স্টপাকে হারায় তখন সে লিওনিডের থেকেও বয়সে পাঁচ মাসের ছোট ছিল।
স্টপাকে হারানোর পর কৌশিক জানায়, "আমার কাছে বিষয়টা ছিল আনন্দের এবং বিস্ময়ের। আমি যেভাবে খেলেছি তা নিয়ে আমি গর্বিত কারণ একটা সময়ে খেলাতে আমি বাজে পরিস্থিতিতে ছিলাম। কিন্তু সেখান থেকেই আমি জয় পেয়েছি।"
২০১৫ সালে ভারতে জন্মানো কৌশিক ইতোমধ্যেই বিশ্বজুড়ে কয়েকটি যুব টুর্নামেন্ট জিতে নিজেকে চিনিয়েছে। চেজ.কমের তথ্য অনুসারে, ২০২২ সালের বিশ্ব অনূর্ধ্ব-৮ র্যাপিড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল কৌশিক।
সুইজারল্যান্ডে এই সপ্তাহের টুর্নামেন্টে সে ১২তম স্থান অর্জন করেছে। আশা করা যায়, সামনের দিনে নিজের থেকে বয়সে বড় এবং অভিজ্ঞ দাবড়ুদের বিপক্ষে খেলার মাধ্যমে সে নিজেকে আরো অন্য উচ্চতায় নিয়ে যাবে।
চেজ.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশিকের বাবা কৌশিক শ্রীরাম বলেছেন, তিনি এবং তাঁর স্ত্রীর দাবা খেলার ইতিহাস না থাকায় নিজের ছেলেকে দাবা খেলতে দেখে তিনি অবাক হয়েছিলেন। কৌশিক প্রতিদিন প্রায় সাত ঘণ্টা অনুশীলনের মধ্য দিয়েই একজন প্রতিভাবান খেলোয়াড় হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, "যা হয়েছে তা আমাদের কাছে প্রায় অবাস্তব কারণ আমাদের পরিবারে খেলাধুলার কোনো ঐতিহ্য নেই।"