বিশ্বকাপে চুমু-কাণ্ডে আড়াই বছরের জেল হতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্টের
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। মহিলা ফুটবল বিশ্বকাপে স্পেন জেতার পরই চুমু দিয়ে বসেন স্পেনের মিডফিল্ডার জেনি হারমোসোকে। এতেই শুরু হয় বিতর্ক। চাকরি হারানোর পর এবার বড় ধরনের শাস্তির অপেক্ষায় আছেন এই ফুটবল সংগঠক।
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সাবেক এ সভাপতির বিরুদ্ধে 'সম্মতি বা অনুমতি ছাড়াই' চুমু খাওয়ার জন্য যৌন নিপীড়নের আনুষ্ঠানিক অভিযোগ এনেছে দেশটির সরকারি মন্ত্রণালয়।
প্রতিবেদনে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে দুই বছর ছয় মাসের জেল হতে পারে রুবিয়ালেসের।
চুমু কাণ্ডের পর প্রথমে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে নিষিদ্ধ করলেও কয়েক সপ্তাহ পর পদত্যাগ করেন তিনি।
রুবিয়ালেস চুম্বনটি পারস্পরিক সম্মতিক্রমে হয়েছিল বলে দাবি করলেও হারমোসো তা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি আরও বলেছিলেন যে তিনি মনে করেন তিনি কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত নিপীড়নের মুখোমুখি হচ্ছেন।
রুবিয়ালেসকে কারাগারে পাঠানোর পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার মুক্তির পর আরও দুই বছরের জন্য তাকে পর্যবেক্ষণে রাখার অনুরোধ জানিয়েছেন।
এছাড়া দাবি করা হয়েছে আগামী চার বছর হারমানোসের ২০০ মিটার সীমানার ভেতর রুবিয়ালেস ঘেঁষতে পারবেন না এবং কোনো যোগাযোগ করতে পারবেন না। আইনজীবীরা আরও দাবি করেছেন, হারমোসোকে প্রায় ৫৪,১০০ মার্কিন ডলার ক্ষতিপূরণও দিতে হবে রুবিয়ালেসকে।
স্পেনের সাবেক নারী ফুটবল কোচ হোর্হে ভিলদা, স্প্যানিশ জাতীয় দলের পরিচালক আলবার্ট লুক এবং ফেডারেশনের মার্কেটিং বিভাগের প্রধান রুবেন রিভেরার বিরুদ্ধে চুম্বনের ঘটনায় মিমাংসা করার জন্য হারমোসোকে চাপ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত চারজন মিলে হারমোসোকে আরও ৫৪,১০০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলা হয়েছে।
তবে শুনানির পর আদালতের প্রসিকিউশন সার্ভিস জানায়, রুবিয়ালেস ও অন্য তিন আসামি আগের সাক্ষ্যে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বর্তমান কোচিং স্টাফরা দায়িত্বে থাকলে খেলোয়াড়রা আর জাতীয় দলে ফিরবেন না এমন বিবৃতিতে ৮০ জনের বেশি স্প্যানিশ ফুটবল খেলোয়াড় স্বাক্ষর করলে একযোগে স্পেনের মহিলা দলের কোচরা পদত্যাগ করতে বাধ্য হন।
সেপ্টেম্বরে বিশ্বকাপজয়ী ম্যানেজার ভিলদাকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মহিলা বিশ্বকাপ ফাইনালের সময় ভিল্ডাকে একজন মহিলা কর্মীকে অনুপযুক্তভাবে স্পর্শ করতে দেখতে পাওয়া যায়।
তার স্থলাভিষিক্ত হন মন্টসে টোমে। তিনি স্পেনের জাতীয় দলের ইতিহাসে প্রথম নারী হিসেবে এই পদে অধিষ্ঠিত হন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন