জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার!
জাপানের জনসংখ্যা একটা বড় অংশ বৃদ্ধ পর্যায়ে প্রবেশ করছে। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে, বর্তমানে দেশটির প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ শতবর্ষী।
পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় এতো বেশি সংখ্যক জাপানি নাগরিকের শতবর্ষের মাইলফলক পার করার তথ্য উঠে এসেছে। যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। এটি আগামী ২০৫৪ সালের মধ্যে ৪ লাখ ২ হাজারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির প্রতি ১০ হাজারে শতবর্ষী মানুষের সংখ্যা গড়ে ১২ জন। যার পেছনে রয়েছে দেশটির মানুষের স্বাস্থ্যকর জীবনধারা ও উন্নত স্বাস্থ্যসেবা।
জাতিসংঘের চলতি বছরের পপুলেশন প্রজেকশন তথ্যমতে, বর্তমানে বিশ্বের শতবর্ষী মানুষের সংখ্যা ৭ লাখ ২২ হাজার। ধারণা করা হচ্ছে যে, ২০৫৪ সালের মধ্যে এই সংখ্যা ৪০ লাখে পৌঁছাবে।
জাপানে দ্রুত বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে। এতে করে দেশটির অর্থনীতি সামনে চ্যালেঞ্জের মুখে পরতে পারে। যদিও দেশটি সকল নাগরিকের সুস্থতা ও জীবনযাত্রার মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে শতবর্ষী ১ লাখ ৮ হাজার মানুষ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতি ১০ হাজারে গড়ে তিন জন শতবর্ষী মানুষ।
আর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটির শতবর্ষী মানুষের সংখ্যা প্রায় ৬০ হাজার। ধারণা করা হচ্ছে যে, ২০৫৪ সালের মধ্যে দেশটির শতবর্ষী মানুষের সংখ্যা ৭ লাখ ৬৭ হাজারে পৌঁছাবে।
অনুবাদ: মোঃ রাফিজ খান