ফ্রান্সে নবায়নযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধির কারণে কমে গেছে বিদ্যুতের দাম
নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বৃদ্ধি এবং চাহিদা কমার কারণে গত সপ্তাহে ফ্রান্সে বিদ্যুতের দাম কমে ঋণাত্মক হয়ে গেছে। এর ফলে দেশটিতে বেশ কিছু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি বন্ধ করে দিতে হয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহের ১৩ থেকে ১৬ জুন পর্যন্ত ফ্রান্সে বিদ্যুৎ ব্যবহার গড়ে ৬ গিগাওয়াট করে কমেছে। অন্যদিকে রৌদ্রোজ্জ্বল ও উদ্দাম আবহাওয়ার কারণে সৌর ও বায়ুবিদ্যুতের উৎপাদন বেড়েছে। যার কারণে গ্রিডে বিপুল পরিমাণ সবুজ শক্তিতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হয়েছে।
এর ফলে দেশটির গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রিসিটি ডি ফ্রান্স (ইডিএফ) বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে উৎপাদন বন্ধ রাখতে অনুরোধ করেছে।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপজুড়ে আরও বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ দরকার হলেও ফ্রান্সের এই বাড়তি নবায়নযোগ্য বিদ্যুতের বেশিরভাগই ব্যবহৃত না-ও হতে পারে। কারণ, নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন ক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে এই বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারি স্টোরেজ সক্ষমতা নেই। এ কারণে মাঝে মাঝেই চাহিদা যখন কম থাকে, তখন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়। ছুটির দিনগুলোতে ফ্রান্সসহ নর্ডিক অঞ্চল ও স্পেনে এমন ঘটনা ক্রমেই বাড়ছে।
উল্লেখ্য, ফ্রান্সের মোট বিদ্যুতের দুই-তৃতীয়াংশই আসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে।
গত সপ্তাহের উইকএন্ডে ইডিএফ তাদের গলফেক ২, ক্রাউস ২ ও ট্রাইকাস্টিন ১ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ করে দিয়েছিল এবং আরও তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রাখার পরিকল্পনা করেছিল।
গত সপ্তাহে এপেক্স স্পট-এ ফ্রান্সের 'ডে-অ্যাহেড' বিদ্যুতের দাম ঋণাত্মক ৫.৭৬ ইউরোতে (–৫.৭৬) নেমে আসছে, যা গত চার বছরে সর্বনিম্ন। ডে-অ্যাহেড মার্কেটে অংশগ্রহণকারীরা পরদিন যে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ হবে, তার কেনা ও বেচার দর হাঁকে।
তবে খারাপ খবর হচ্ছে, বিদ্যুতের ঋণাত্মক দামের কারণে অনেক বিনিয়োগকারী এ খাত থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে শক্তি সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের গতি ধীর হয়ে যেতে পারে। কিছু বিশেষজ্ঞ ইতিমধ্যে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।