মুক্ত হয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
অবশেষে জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াই শেষে স্থানীয় সময় বুধবার বাড়ি ফিরলেন তিনি। খবর বিবিসির।
ক্যানবেরা বিমানবন্দরে নামার পরপরই সেখানে এক আবেগঘন দৃশ্য তৈরি হয়। অ্যাসাঞ্জকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন তার স্ত্রী স্টেলা ও বাবা রিচার্ড অ্যাসাঞ্জ। তাদেরকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন উইকিলিকস প্রতিষ্ঠাতা।
এসময় বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ বলেন, "মুক্ত হয়ে নিজেকে ফিরে পেতে এবং স্বাধীনতায় অভ্যস্ত হতে জুলিয়ানের কিছুটা সময় লাগবে।"
মার্কিন আদালতে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে মুক্ত হন অ্যাসাঞ্জ। এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দোষ স্বীকারের চুক্তিতে পৌঁছানোর পর স্থানীয় সময় সোমবার তাকে লন্ডনের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
পরে যুক্তরাষ্ট্রের অধীনে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের একটি আদালতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। চুক্তি অনুযায়ী অভিযোগ স্বীকারও করে নেন অ্যাসাঞ্জ এবং কারামুক্ত হন।
৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে মার্কিন জাতীয় প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য সংগ্রহ ও প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।
বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের যেসব গোপন তথ্য উইকিলিকস প্রকাশ করেছে, তা মানুষের জীবন বিপন্ন করার জন্য দায়ী।
এ অভিযোগে গত পাঁচ বছর ব্রিটিশ কারাগারে কাটিয়েছেন অ্যাসাঞ্জ। এই পুরোটা সময়জুড়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে গেছেন।
যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস আগেই জানিয়েছিল, চুক্তি মোতাবেক দোষ স্বীকারের পর অ্যাসাঞ্জকে আর মার্কিন কারাগারে সময় কাটাতে হবে না। কারণ এই অভিযোগে ইতোমধ্যেই তিনি লন্ডনের কারাগারে ৫ বছর বন্দি থেকেছেন।
এই ৫ বছর কারাবন্দি থাকার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনায় নিয়ে, দোষ স্বীকারের পর তাকে মুক্তি দিয়েছে।
এদিকে, ক্যানবেরা বিমানবন্দরের সংবাদ সম্মেলনে যোগ দেননি উইকিলিকস প্রতিষ্ঠাতা। তার পরিবর্তে কথা বলেছেন স্ত্রী এবং তার আইনজীবী।
স্টেলা অ্যাসাঞ্জ আরও বলেন, "আপনাদের বুঝতে হবে সে (জুলিয়ান) কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আমাদের পরিবারকে আগে এক হতে দিন, আমাদের সময় প্রয়োজন।"
২০২২ সালে লন্ডনের বেলমার্শ কারাগারে বিয়ে করেন জুলিয়ান-স্টেলা দম্পতি। একসঙ্গে তাদের দুই সন্তান রয়েছে।