বৃষ্টিতে ‘বন্ধ’ মুম্বাই, জলাবদ্ধ রেল ও সড়ক, বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ
কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইতে জলাবদ্ধতা দেখে দিয়েছে, ট্রেন চলাচল বাতিল করা হয়েছে এবং ব্যাহত হয়েছে বিমান পরিষেবা।
রোববার (৬ জুলাই) রাত থেকেই বৃষ্টি শুরু হওয়ার পর আজ সোমবার (৭ জুলাই) সকাল পর্যন্ত টানা সাত থেকে আট ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে মুম্বাইয়ের অধিকাংশ সড়ক। অধিকাংশ এলাকাতেই রেললাইনে পানি জমেছে। ভারতের মুম্বইয়ের আবহাওয়া দপ্তরের অধিকর্তা সুনীল কামলের বরাত দিয়ে সোমবার রাত দুটো থেকে সকাল ছয়টা পর্যন্ত ২৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
বৃষ্টি পরবর্তী পরিস্থিতি খারাপ হওয়ায় সোমবার স্কুল কলেজে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে বের হতেও বারণ করা হয়েছে শহরবাসীকে।
ভারতীয় সংবাদমাধ্যম আন্দন্দবাজার জানিয়েছে, মুম্বাইয়ের আন্ধেরি, বান্দুপ, কিং'স সার্কেল, ভিলে পার্ল এবং দাদরের মতো এলাকায় বৃষ্টির পানি জমে বাতিল হয়েছে ট্রেন এবং বাস পরিষেবা। দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার খবর দুপুর পর্যন্ত না পাওয়া গেলেও পুনে থেকে মুম্বাইগামী কিছু প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন চলাচল বাতিল করা হয়।
ভারতের আবহাওয়া দপ্তর 'মৌসম ভবন' থেকে মুম্বাইয়ের আবহাওয়ার পরিস্থিতি আজও অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে, দুপুর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর থেকে শহরবাসীকে সমুদ্রসৈকতে না যেতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে তাঁদের।