মোদি-পুতিন বৈঠকে রুশ আর্মিতে নিয়োগপ্রাপ্ত ভারতীয়দের অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত
মস্কো সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকে রুশ সেনাবাহিনীতে কর্মরত সমস্ত ভারতীয় নাগরিকদের অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই এ কথা জানিয়েছে।
ইউক্রেন-রাশিয়া চলমান যুদ্ধে অন্তত দুই ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। যুদ্ধক্ষেত্রে আটকে থাকা আরও অনেকে ভারতীয় অভিযোগ করেছেন, প্রতারণা করে তাদের যুদ্ধে যোগ দেওয়ানো হয়েছে।
বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, সোমবার (৮ জুলাই) রাতে ভ্লাদিমির পুতিন আয়োজিত একটি ব্যক্তিগত নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি তুলে ধরেন। জবাবে রাশিয়া তাদের সামরিক বাহিনীতে কর্মরত সমস্ত ভারতীয়দের অব্যাহতি দিতে এবং তাদের প্রত্যাবর্তনে সহায়তা করতে সম্মত হয়েছে
একজন শীর্ষস্থানীয় ভারতীয় কর্মকর্তা গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, রাশিয়ার সাথে ভারতের বাণিজ্য ভারসাম্যহীনতা ঠিক করা এবং ইউক্রেন যুদ্ধে 'বিভ্রান্ত' হওয়া ভারতীয় নাগরিকদের মুক্তি নিশ্চিত করা— মস্কোতে মোদি-পুতিন বৈঠকে সর্বোচ্চ অগ্রাধিকারের পাবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিয়োগ পাওয়া ভারতীয়দের অব্যাহতি দেয়ার বিষয়টি বৈঠকে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার ব্যাপারে আগেই নিশ্চিত করেছিল ভারতের সংবাদ সংস্থা পিটিআই। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পিটিআই বলেছে, "আমরা রুশ সামরিক বাহিনীর কাছ থেকে ইউক্রেনের সংঘাতে লড়াইরত ভারতীয়দের দ্রুত মুক্তি চাই।"
প্রায় ১০০ থেকে ২০০ ভারতীয় নাগরিককে রুশ সামরিক বাহিনী বাবুর্চি এবং সাহায্যকারীর ভূমিকায় নিয়োগ দিয়েছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে। সামরিক ইউনিটের গতিবিধি এবং যোগাযোগের বাধার কারণে ভারতীয় কর্তৃপক্ষ এ ব্যক্তিদের কাছে পৌঁছাতে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ভারতীয় নাগরিকদের 'রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় সতর্কতা অবলম্বন করার' আহ্বান জানিয়েছিল।
অনেক ভারতীয় নাগরিক রুশ সামরিক বাহিনীতে চাকরি পাওয়ার লোভে ভারতীয় শহর এবং দুবাইতে অবস্থানকারী এজেন্টদের প্রতারণার শিকার হয়েছেন। চারজন ভারতীয় নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন চলমান যুদ্ধে আহত হয়েছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে যুদ্ধ থেকে তাদের বাঁচানোর আকুতি জানিয়েছেন।
ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) সম্প্রতি বেশ কয়েকটি রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা একটি মানব পাচার চক্রের কর্মকাণ্ড ফাঁস করেছে। চক্রটি রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এজেন্টদের মাধ্যমে বিভিন্ন ভারতীয় যুবকদের সাথে প্রতারণা করে আসছিল।
এ বছরের শুরুর দিকে একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রুশ আর্মির পোশাক পরিহিত পাঞ্জাব এবং হরিয়ানার একদল যুবক প্রতারিত হওয়ার কথা বলছেন এবং যুদ্ধ থেকে তাদের বাঁচানোর জন্য অনুরোধ করছেন।