কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আমার হৃদয় ভেঙে গেছে: পুতুল
শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশে মৃত্যুর ঘটনায় এবং দেশের কঠিন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে না পারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মনোভাব প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, "আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনা দেখে আমার হৃদয় ভেঙে গেছে। এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে।"
সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতের দিল্লিতে বসবাস করছেন।
পোস্টে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের আঞ্চলিক পরিচালক হিসেবে নিজ ভূমিকার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পোস্টের শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্যাগও করেন তিনি।
ছাত্র-জনতার তীব্র আন্দোলন ও রক্তক্ষয়ী সংঘাতের মুখে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা, সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
আপাতত ভারতেই অবস্থান করছেন তিনি। আপাতত ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা তার নেই বলে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।