বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাঘাত যেন না হয় সেই চেষ্টা মোদির আছে: ত্রিপুরার পরিবহনমন্ত্রী
দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য দুই দেশের নেতৃত্বেরই চেষ্টা আছে বলে জানলেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। বাংলাদেশের সরকার পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের আগরতলায় মহাকরণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুশান্ত চৌধুরী বলেন, "একটা দেশে সরকার আসবে সরকার যাবে, কিন্তু যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাতে যেন ব্যাঘাত না ঘটে তার জন্য দুই দেশের নেতৃত্বেরই চেষ্টা আছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও রয়েছে, আশা করব বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরও সেই প্রচেষ্টা থাকবে।"
মন্ত্রী আরো বলেন, "বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতেও আগরতলা ও চট্টগ্রামের মধ্যে সরাসরি ফ্লাইট পরিষেবা চালুর জন্য যেসব প্রস্তুতি চলছে ভারতে তা জারি থাকবে। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।"
তবে তিনি জানান, "এই বিষয়ে এখনই খুব দ্রুত মন্তব্য করা যাবে না। আমাদের যে প্রস্তুতি আছে সেটি আগাম পর্যায়ে রয়েছে। আমরা আশা করি শীঘ্রই আগরতলা-চট্টগ্রাম ফ্লাইট পরিষেবা চালু হবে।"
সংবাদ সম্মেলনে আগরতলায় কর্মরত স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।