এ বছর জাকারবার্গের সম্পদ বেড়েছে ৫৬ বিলিয়ন ডলার, শীর্ষ ধনীদের মধ্যে সবচেয়ে বেশি
২০২৪ সালে বিশ্বের অন্য কোনো ধনকুবেরের তুলনায় মার্ক জাকারবার্গের সম্পত্তি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত মেটা সিইও জাকারবার্গের সম্পদ বেড়েছে ৫৫ দশমিক ৬ বিলিয়ন ডলার। তার মোট সম্পদের পরিমাণ এখন ১৮৪ বিলিয়ন ডলার।
এর আগে, এ বছরের ধনীর তালিকায় শীর্ষে ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। চিপ নির্মাতা এই কোম্পানির শেয়ারের মূল্য গত এক বছরে ১২০ শতাংশ এবং গত পাঁচ বছরে ২,২১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, এ সপ্তাহে শেয়ারের মূল্য ১৩ শতাংশ কমে যাওয়ায় হুয়াংয়ের মোট সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। উল্লেখ্য, হুয়াং এনভিডিয়ার ৩ দশমিক ৫ শতাংশ শেয়ারের মালিক। সম্প্রতি কয়েক মাস ধরে নিজের অংশের শত শত মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন তিনি।
জাকারবার্গের বিশাল সম্পত্তিও মেটা শেয়ারের সঙ্গে সম্পর্কিত। মেটার সর্বোচ্চ শেয়ারহোল্ডার হিসেবে তিনি প্রায় ৩৪৫ দশমিক ৫ মিলিয়ন শেয়ারের মালিক, যার মধ্যে ৩৪৪ মিলিয়ন শেয়ার ক্লাস-বি শেয়ার, যা প্রতিটি শেয়ারের জন্য ১০টি ভোটাধিকার প্রদান করে। এই ক্লাস বি শেয়ারের ৯৯.৭ শতাংশ মালিকানা তার।
মেটার শেয়ারমূল্য এ বছর ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং শুক্রবার পর্যন্ত এর দাম ছিল ৫১৪ ডলার। জাকারবার্গের সম্পত্তির পরিমাণ মেটার শেয়ারের দামের সঙ্গে ওঠানামা করে। এ বছরের ফেব্রুয়ারিতে মেটার শেয়ারের মূল্য ২০ শতাংশ বেড়ে গেলে তার সম্পদ মাত্র একদিনে ২৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়। মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
জাকারবার্গ এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। তার ওপরে রয়েছেন শুধু টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মাস্কের সম্পদ ২৫১ বিলিয়ন ডলার এবং বেজোসের ২০১ বিলিয়ন ডলার। তাদের উভয়ের সম্পত্তিও এবছর বৃদ্ধি পেয়েছে। বেজোস ২০২১ সালে সিইও পদ থেকে সরে দাঁড়ালেও অ্যামাজনের সর্বোচ্চ শেয়ারহোল্ডার রয়ে গেছেন।
মাস্কের অধিকাংশ সম্পদ টেসলার শেয়ার থেকে এসেছে। ২০১৮ সালে, মাস্ক একটি অনন্য ক্ষতিপূরণ প্যাকেজে সম্মতি দেন, যেখানে তিনি একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করলে পুরস্কার হিসেবে শেয়ারের অংশ পাবেন, অন্যথায় কিছুই পাবেন না। তার ৫৬ বিলিয়ন ডলারের এই প্যাকেজটি জানুয়ারিতে আদালত বাতিল করে দেয়। তবে মাস্ক এখন তা পুনরায় কার্যকর করার চেষ্টায় রয়েছেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন