পেজার ডিভাইস বিস্ফোরণে লেবাননে হিজবুল্লাহ সদস্যসহ নিহত ৩, আহত হাজারের বেশি
যোগাযোগের পেজার ডিভাইস রহস্যজনকভাবে বিস্ফোরণে লেবাননে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা এক হাজারের বেশি। যাদের মধ্যে হিজবুল্লাহর যোদ্ধারাসহ জরুরি চিকিৎসা সেবাপ্রদানকারী (মেডিক) ও বৈরুতে ইরানের রাষ্ট্রদূূতও রয়েছেন। নিরাপত্তা সূত্রগুলোর বরাতে যা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বেশ পুরোনো প্রযুক্তি হলেও, আধুনিক ডিজিটাল ডিভাইস বা স্মার্টফোনের চেয়ে বার্তাবিনিময়ে পেজারকে নিরাপদ যন্ত্র মনে করা হতো এতদিন। ফলে ইসরায়েলের প্রযুক্তিগত নজরদারি এড়াতে হিজবুল্লাহ সদস্যসহ লেবাননে ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ে যুক্ত অনেকে এটি বহন ও ব্যবহার করতেন। কিন্তু, এই বহনযোগ্য সেই ডিভাইসগুলোই এবার রহস্যজনকভাবে একের পর এক বিস্ফোরিত হয়েছে।
এই অবস্থায়, হিজবুল্লাহর একজন কর্মকর্তা নাম-পরিচয় না প্রকাশের শর্তে রয়টার্সকে বলেন, ইসরায়েলের সাথে টানা এক বছরব্যাপী সংঘাতের মধ্যে পেজারগুলো বিস্ফোরণের ঘটনাই হচ্ছে (শত্রুপক্ষের তরফে) 'সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন'। অর্থাৎ, তিনি সুস্পষ্টভাবেই এজন্য ইসরায়েলি গোয়েন্দাদের দায়ী করেছেন।
গাজায় ইসরায়েলের নির্বিচার আগ্রাসন ও গণহত্যা শুরুর পর থেকেই ইরানের সমর্থিত হিজবুল্লাহ'র সাথে লেবানন সীমান্তে সংঘাত হচ্ছে ইসরায়েলি বাহিনীর। সীমান্তে উভয়পক্ষের মধ্যে ঘটছে গোলা বিনিময়ের ঘটনা। কখনোবা ইসরায়েল চালাচ্ছে বিমান হামলা।
এই অবস্থায়, গাজা যুদ্ধের একটি বিবাদমান পক্ষ হয়েছে পড়েছে হিজবুল্লাহ-ও। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে যারা ভ্রাতৃপ্রতীম ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের অংশ মনে করে।
ফলে আকস্মিক এই বিস্ফোরণগুলোর পেছনে ইসরায়েলের হাত থাকাটাই সবচেয়ে যুক্তিগ্রাহ্য। তবে এবিষয়ে জানতে চাইলে, রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী।
তবে এক বিবৃতিতে হিজবুল্লাহ অন্তত তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। যাদের মধ্যে দুইজন তাদের যোদ্ধা, এবং একজন এক বালিকা। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে সংগঠনটি।
দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, নিহত যোদ্ধাদের মধ্যে একজন হচ্ছেন লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহ'র একজন আইনপ্রণেতার ছেলে।
এছাড়া, ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স জানিয়েছে, একটি পেজার বিস্ফোরিত হলে সামান্য আঘাত পেয়েছেন লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানি।
একটি সূত্রকে উদ্ধৃত করে ফার্স জানায়, 'আমানি সামান্য আঘাত পেয়েছেন, এবং বর্তমানে তাকে একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষনে রাখা হয়েছে।'
তবে এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
তবে তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, যেসব পেজার বিস্ফোরণ হয়েছে, সেগুলো সাম্প্রতিক মাসগুলোতে কিনেছিল হিজবুল্লাহ, এগুলো সর্বাধুনিক মডেলের ছিল।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের এলাকাগুলো হিজবুল্লাহ'র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। পেজার বিস্ফোরণের সময় সেখানে দ্রুত একের পর এক অ্যাম্বুলেন্স যেতে দেখেন রয়টার্সের একজন সাংবাদিক। এই অস্থিরতার মধ্যে জনমনে বিরাজ করছিল তীব্র আতঙ্ক। আরেকটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ'র মূল ঘাঁটি দক্ষিণ লেবাননেও পেজার যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে।