হিজবুল্লাহর ৫০০০ পেজারে বিস্ফোরক রেখেছে ইসরায়েলের মোসাদ!
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ৫,০০০ পেজারে বিস্ফোরক রেখেছিল বলে দাবি উঠেছে। গত মঙ্গলবার বিস্ফোরণের আগে কয়েক মাস আগে এই বিস্ফোরকগুলো বসানো হয় সূত্র জানিয়েছে।
এ পেজারগুলো বিস্ফোরণে লেবাননে ৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩,০০০ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে অনেকেই হিজবুল্লাহ ও ইরানের বৈরুতের প্রতিনিধি ছিল।
লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পেজারগুলো তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে এসেছে। তবে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা পেজারগুলো তৈরি করেনি। তাদের দাবি এগুলো বিএসি নামে একটি কোম্পানি তৈরি করেছে। তাদের ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স রয়েছে।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
আজ বুধবার হিজবুল্লাহ একটি বিবৃতিতে বলেছে, "তাদের প্রতিরোধ চলবে। গাজার ও জনগণের সহায়তার জন্য ওই দিনের ঘটনার জন্য প্রতিরোধ চলবে। এমন গণহত্যা চালানোর জন্য ইসরায়েলের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।"
পরিকল্পনাটি বহু মাস ধরে চলছিল বলে জানিয়েছে কয়েকটি সূত্র।
লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানায়, হিজবুল্লাহ গোষ্ঠী গোল্ড অ্যাপোলো থেকে ৫,০০০ পেজার অর্ডার করেছিল। সেগুলো এ বছর দেশে আনা হয়।
গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা হু চিং-কুয়াং বলেন, "বিস্ফোরণে ব্যবহৃত পেজারগুলি ইউরোপের একটি কোম্পানি তৈরি করেছে। তাদের ব্র্যান্ড ব্যবহারের অনুমতি ছিল।" তবে তিনি কোম্পানিটির নাম নিশ্চিত করতে পারেনি।
গোল্ড অ্যাপোলোর দেওয়া এক বিবৃতিতে বিএসি কোম্পানির নাম লেখা রয়েছে বলা হলে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি হু চিং-কুয়াং।
লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র পেজারের মডেলের একটি ছবি চিহ্নিত করেছে। সেটি অন্যান্য পেজারের মতই ওয়ারল্যাস। এগুলো টেক্সট মেসেজ গ্রহণ ও প্রদর্শন করতে পারে। তবে ফোন কল করতে পারে না।
দুটি সূত্র জানিয়েছে, ইসরায়েল যাতে লোকেশন ট্র্যাক করতে না পারে সেজন্য হিজবুল্লাহ'র সদস্যরা এ পেজার ব্যবহার করছিলেন। তবে লেবাননের শীর্ষ নিরাপত্তা সূত্র বলেছে, ডিভাইসগুলোকে উৎপাদনের সময়ই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিবর্তন করা হয়েছে।
সূত্রটি বলেছে, "মোসাদ একটি বোর্ড পণ্যে ঢুকিয়েছে যা বিস্ফোরক পদার্থ ধারণ করে এবং একটি কোড গ্রহণ করে। এটি কোনো মাধ্যম দ্বারা শনাক্ত করা খুবই কঠিন। এটি কোনো ডিভাইস বা স্ক্যানার দিয়েও শনাক্ত করা সম্ভব নয়।"
ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সের মন্তব্যের অনুরোধে তৎক্ষণাৎ কোনো সাড়া দেননি।
বিস্ফোরিত পেজারগুলির চিত্র বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে যে সেগুলির ফরম্যাট এবং পিছনের স্টিকার গোল্ড অ্যাপোলো দ্বারা তৈরি পেজারের সঙ্গে মিলে যায়।
হিজবুল্লাহর এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেছেন, বিস্ফোরণটি গাজা সংঘাতের পর হিজবুল্লাহর সাথে "সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন।"
যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিসার জনাথন প্যানিকফ এ বিষয়ে বলেন, "এক দশকের মধ্যে এটি হিজবুল্লাহর সবচেয়ে বড় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যর্থতা।"