বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানালেন ট্রাম্প
বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ এখন সম্পূর্ণ অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এসব কথা বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প। তিনি বলেন, 'বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর সংঘবদ্ধ আক্রমণ ও লুটপাটের বর্বরোচিত সহিংসতার আমি কঠোর নিন্দা জানাই, যা দেশটিকে সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখেছে'।
তার আমলে এমনটা কখনো হয়নি উল্লেখ করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও কড়া সমালোচনা করেন তিনি। এনিয়ে তিনি বলেন, 'ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন, এমনকি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তেও তারা (কমলা-বাইডেন) চরমভাবে ব্যর্থ হয়েছেন। তারা বিশ্বজুড়ে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দুদের উপেক্ষা করেছেন। তবে আমরা আবারও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং 'শান্তি' ফিরিয়ে আনবো'।
ট্রাম্প আরও বলেন, 'আমরা উগ্র বামপন্থীদের ধর্ম-বিরোধী এজেন্ডার বিরুদ্ধে হিন্দু আমেরিকানদেরও সুরক্ষা দেব। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব'।
ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
কমলা হ্যারিসের নীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, 'তিনি ছোট ব্যবসায়ীদের ওপর আরও বিধিনিষেধ এবং উচ্চ করের বোঝা চাপাবেন। আমার প্রশাসন আমলে কর হ্রাস, বিধিনিষেধ কমানো, এবং আমেরিকান জ্বালানি উৎপাদনকে মুক্তভাবে বৃদ্ধি করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ অর্থনীতির ভিত্তি তৈরি করেছিল। আমরা এটি আবারও করবো এবং আরও বড় আকারে করবো। যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তুলবো।''
ট্রাম্প তার বক্তব্যে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, 'দীপাবলির এই উৎসব শুভ হোক, সকলের জীবনে আলোর বিজয় ঘটুক'।