গৃহকর্মীদের চাকরি বদলানোর সুযোগ বাড়ালো সৌদি আরব
শ্রম আইনে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনেছে সৌদি আরব। দেশটিতে গৃহকর্মীদের নিগৃহীত হওয়ার বেশকিছু ঘটনাও জানা গেছে এর আগে। সাম্প্রতিক শ্রম বিধিমালায় তাই পুরোনো চাকরিদাতার অনুমতি ছাড়াই অন্যত্র চাকরি নেওয়ার সুযোগ দেয়া হয়েছে গৃহকর্মীদের।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ আওতায় দেশটির নানান খাতে চলছে সংস্কারের উদ্যোগ। শ্রম আইনে পরিবর্তনও এর অংশ বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম।
সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যারা কাজ করতে যান তাদের অধিকাংশই- বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইনসহ এশিয়ার উন্নয়নশীল দেশের দরিদ্র নারী। তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে সৌদিতে।
এবার সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় আইনে যেসব পরিবর্তন আনছে তার আওতায়, ঠিকঠাক বেতনভাতা না দিলে বা বিপজ্জনক কাজে নিয়োজিত করলে গৃহকর্মীরা তা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করতে পারবে।
এ ছাড়া কর্মীর অনুমতি ছাড়াই চাকরিদাতা যদি তাকে অন্য ব্যক্তির কাজে নিয়োজিত করে; এবং শিক্ষানবিশ সময়ে যদি চাকরির চুক্তি বাতিল করে– তাহলে কর্তৃপক্ষ ওই নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।
সৌদি আরবের মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট এবং জাতীয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান ড. আওয়াদ আলাওয়াদ গত সোমবার জানান, ভিশন-২০৩০ এর আওতায় এসব সংস্কার করা হচ্ছে। এর মাধ্যমে সৌদি আরবে বিদেশি কর্মীদের চাকরি বদল ও চলাচলের স্বাধীনতা বাড়বে। সৌদি আইনের আওতায় তাদের সুরক্ষা দেয়া হবে।
- সূত্র: সৌদি গ্যাজেট