সৌদি আরবের মদিনায় সোনা ও তামার নতুন খনির সন্ধান
মধ্যপ্রাচ্যের তেল ও খনিজসমৃদ্ধ দেশ সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে নতুন স্বর্ণ ও তামার খনির সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম আল-আরবিয়া সূত্রে জানা যায়, মদিনা অঞ্চলের আবা আল-রাহা সীমানার মধ্যে এই সোনার আকরিকের সন্ধান পাওয়া গেছে। অন্যদিকে, মদিনার আল-মাদিক অঞ্চলের চারটি স্থানে তামার আকরিক আবিষ্কৃত হয়েছে।
নতুন আবিষ্কৃত সোনা ও তামার খনিগুলো স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও জোরদার হবে বলে প্রত্যাশা সৌদি আরবের। নতুন আবিষ্কৃত খনিগুলোতে প্রায় ৫৩৩ মিলিয়ন ডলার বিনিয়োগের আশা করা হচ্ছে। সেই সাথে এখানে ৪০০০ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও মনে করা হচ্ছে।
গত মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে। এরপর জুনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গবেষণা ও উন্নয়ন খাতকে জাতীয়ভাবে অগ্রাধিকার প্রদানের ঘোষণা দেন। এ তালিকায় খনি খাতের টেকসই উন্নয়নও স্থান পায়।
নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবে বিনিয়োগের গতি ত্বরান্বিত হবে এবং মোহাম্মদ বিন সালমানের 'ভিশন ২০৩০' বাস্তবায়নের পথ সহজ হবে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি জিওলজিস্টস কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান, অধ্যাপক আবদুলআজিজ বিল লাবন এসপিএ'কে জানিয়েছিলেন, সৌদি আরবে ৫৩০০টিরও বেশি খনি রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধাতু ও অধাতু শিলা, রত্ন পাথর ইত্যাদি।
সূত্র: আল আরবিয়া