পাহাড়ধসে সাজেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আটকা শত শত পর্যটক
টানা বৃষ্টিতে পাহাড়ধসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে; এতে শত শত পর্যটক আটকা পড়েছেন সেখানে।
বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক ইউনিয়ন পরিষদের নন্দারাম এলাকায় এ দুর্যোগ ঘটে।
এ প্রতিবেদন (বেলা ১টা ৪০ মিনিট) লেখা পর্যন্ত সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ ছিল।
সাজেক থেকে ফিরতি গাড়িগুলো এখন মাচালং এলাকায় আটকা রয়েছে।
এদিকে, ছুটি কাটাতে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে আসা শত শত মানুষকে বাঘাইহাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে।
সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের জন্য অভিযান শুরু করেছেন।
বাঘাইছড়ির ইউএনও রোমানা আক্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মঙ্গলবার বিকেল থেকে টানা বৃষ্টিতে পাহাড়ধসের সূত্রপাত হয়।
"তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়াও জানমালের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী যান চলাচল স্বাভাবিক করতে নিয়োজিত রয়েছে।"
পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে তিনি জানান।
এদিকে সাজেক কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, "সকালে আমরা ভূমিধসের ব্যাপারে জানতে পারি। মঙ্গলবার প্রায় ২০০ পর্যটকবাহী গাড়ি সাজেকে প্রবেশ করে।"
"বুধবার সকালে অনেক পর্যটকেরই চলে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন সবাই আটকা পড়ে গেছে।"