কর্ণফুলীতে মাছ ধরার জাহাজডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজ এফভি মাগফেরাত ডুবির ঘটনায় ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহসহ নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে কর্ণফুলী নদীর সদর ঘাট এলাকা থেকে নদী পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নৌ-পুলিশ সুপার এফএম মিজান উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আজ সকালে নিখোঁজ সাত ক্রু সদস্যের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।"
এর আগে, বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ২০ জনের বেশি লোক নিয়ে মাছ ধরার জাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য ডকে যাওয়ার সময় ডুবে যায়। এ ঘটনার পরপরই প্রধান প্রকৌশলীসহ ১৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ দল উদ্ধার অভিযান চালাচ্ছে।