ঢাকা টেস্টে অলরাউন্ডার সাকিব, ফিরছেন তাসকিন
ভারতের বিপক্ষে বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলা নিয়ে শঙ্কা ছিল সাকিব আল হাসানের। দ্বিতীয় ওয়ানডে পিঠে বলের আঘাত পাওয়ায় ভালোই বেগ পেতে বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যদিও শঙ্কা কাটিয়ে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। কিন্তু ফিট সাকিবকে পাওয়া যায়নি। দুই ইনিংসে ব্যাটিং করলেও অভিজ্ঞ এই অলরাউন্ডার বোলিং করেন এক ইনিংসে, সেটাও মাত্র ১২ ওভার।
চট্টগ্রাম টেস্টের পর বাংলাদেশের প্রধান কোচ কোচ রাসেল ডমিঙ্গো জানান, ঢাকা টেস্টেও ফিট সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে সেই শঙ্কা আর নেই। মাঝে তিনদিনের বিশ্রাম পেয়ে ফিট হয়ে উঠেছেন সাকিব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টে ফিট সাকিবে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ককে নিয়ে দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, 'সাকিব ভালো আছে, সে বোলিং করবে। এখান ওয়ানডে সিরিজ চলাকালীন সে চোট পেয়েছিল, তবে সেটা সে কাটিয়ে উঠেছে। তাকে একাদশে পাওয়া যাবে এবং সে বোলিং করবে।'
চোটের কারণে ঢাকা টেস্টে একটি পরিবর্তন আনতে হচ্ছেই বাংলাদেশকে। চট্টগ্রাম টেস্টে চোট পাওয়ায় এই টেস্টে খেলা হবে না পেসার এবাদত হোসেনের। একই কারণে প্রথম টেস্টে খেলতে না পারা আরেক পেসার তাসকিন আহমেদ ফিরছেন ঢাকা টেস্টে। এর বাইরে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই, জানালেন ডোনাল্ড।
বোলিং বিভাগের ভারসাম্য নিয়ে প্রশ্নে করলে শুরু মজা করলেন ডোনাল্ড, 'নির্বাচক কেউ এখানে আছে?' এরপর তিনি বলেন, 'হয়তো দায়িত্বের বাইরে গিয়ে বলছি, তবে আমার মনে হয়, আগের টেস্টের তিন স্পিনারই এখানে থাকবে। পাশাপাশি তাসকিনকে আমরা স্বাগত জানাব, সঙ্গে খালেদ তো আছেই। এ রকম কিছুই সম্ভবত হতে যাচ্ছে। ভালো ব্যাপার হলো, সাকিব বোলিংয়ের জন্য তৈরি এবং উইকেট দেখে যা মনে হচ্ছে, তার অনেক বড় ভূমিকাও থাকবে এখানে।'