রংপুর সিটি নির্বাচন: সাংবাদিকদের জন্য নির্দেশনা সংশোধন করল ইসি
ব্যাপক সমালোচনার মুখে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাংবাদিকদের জন্য জারি করা নির্দেশনা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সংশোধিত সার্কুলারে বলা হয়েছে, ভোটকেন্দ্র নয়, ভোট কক্ষে ১০ মিনিটের বেশি সময় থাকতে পারবেন না সাংবাদিকরা।
এছাড়া, মোটরসাইকেলের জন্য বিশেষ কোনো স্টিকার না দেওয়ার নিয়ম বহাল রাখা হয়েছে।
ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগের সার্কুলারে টাইপিংয়ে ভুল হয়েছিল। এখন তা সংশোধন করা হয়েছে।"
"সাংবাদিকরা যতক্ষণ চান ভোটকেন্দ্রে থাকতে পারবেন, তবে তারা পোলিং বুথ বা ভোটকক্ষের কাছাকাছি থাকতে পারবেন সর্বোচ্চ ১০ মিনিট," যোগ করেন তিনি।
এর আগে, গত ১৮ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে ইসি।
পূর্ববর্তী সার্কুলারে উল্লেখ করা হয়েছিল, সাংবাদিকরা ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না। সেইসঙ্গে, ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করতে হবে তাদের।
এমন নির্দেশনা প্রকাশের পর সমালোচনার শুরু হয় বিভিন্ন মহলে।
রংপুরে মেয়র নির্বাচনসহ ২৭ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১৯৩টি কেন্দ্রে ভোট দেবেন মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার।
সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল বাতেন।
এদিকে, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে জানান গেছে, রংপুর অঞ্চলে সংরক্ষিত ১০ হাজার ৭৫৯টি ইলেকট্রনিক ভোটিং মেশিনের মধ্যে ৬ হাজার ৩৫টিই ত্রুটিপূর্ণ।