১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে মেঘনায় জাহাজডুবি
ভোলা সদর উপজেলায় মেঘনা নদীতে অপর একটি নৌযানের সাথে মুখোমুখি সংঘর্ষে ডুবে গেছে একটি তেলবাহী জাহাজ। লাইটার জাহাজটি ১১ লাখ টন জ্বালানি তেল বহন করছিল। তবে জাহাজের ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, 'সাগর নন্দিনী-২' নামক জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটার জ্বালানি নিয়ে চাঁদপুরের পদ্মা ডিপোতে আসছিল। তবে রোববার নদীতে ঘন কুয়াশা থাকায় রাত ৪টায় তুলাতলী মাঝের চরে আরেকটি নৌযানের সাথে জাহাজটির সংঘর্ষ ঘটে।
এদিকে ডুবে যাওয়া জাহাজের সব জ্বালানি তেল নদীতে ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের নদী থেকে তেল সংগ্রহ করতে দেখা গেছে।
তবে কিঞ্জল জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কোস্টগার্ডের সদস্যরা। তারা নদী থেকে তেল অপসারণের চেষ্টা করছে।