ক্রিকইনফোর পর উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ
ওয়ানডে ক্রিকেটে কাটানো দারুণ একটি বছর আরেকটি খুশির সংবাদ দিয়ে শেষ হলো মেহেদী হাসান মিরাজের। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এর আগে ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশেও ছিলেন মিরাজ।
স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে ওয়ানডেতে তার পারফরম্যান্স ছিলো নজরকাড়া। আর সেই সুবাদেই এখন তার প্রতিদান পাচ্ছেন মিরাজ। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়ার পর এবার উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলেও তাকে রেখেছেন জুরিরা।
মিরাজকে দলে অন্তর্ভুক্ত করা নিয়ে উইজডেন লিখে, 'আমাদের দলের অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জনে ভূমিকা রেখেছে। ভারতকে ওয়ানডে সিরিজ হারানোতে তার অবদান অপরিসীম।'
উল্লেখ্য, কিছুদিন আগেই সমাপ্ত ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ। ব্যাটে-বলে সমান পারদর্শিতা দেখান মিরাজ। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৩৮ রানের ইনিংস খেলেন, দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ রানে ৬ উইকেট হারানো দলকে টেনে তুলেন দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমে।
বোলিংয়েও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ওয়ানডেতে চার উইকেট করে নিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে মিরাজের করা ৮৩ বলের সেঞ্চুরিটি উইজডেনের বছরের সেরা পাঁচ ওয়ানডে ইনিংসের একটি।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ-
ট্রাভিস হেড, ইমাম-উল হক, বাবর আজম, শ্রেয়াস আইয়ের, টম লাথাম, রাসি ভ্যান দার দুসেন, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট।
বারোতম সদস্য- সিকান্দার রাজা।