অস্কারে সেরা মৌলিক গানের নমিনেশন পেল ‘আরআরআর’
গোল্ডেন গ্লোবের পর এবার 'নাটু নাটু'র সামনে অস্কার জয়ের হাতছানি। মঙ্গলবার ঘোষণা করা হলো ৯৫তম অস্কার অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন তালিকা। এই তালিকায় আরআরআরের শিকে ছিঁড়ল। এসএস রাজামৌলির এই ব্লকবাস্টার ছবির 'নাটু নাটু' গানটি 'সেরা মৌলিক গান'-এর দৌড়ে সেরা পাঁচে জায়গা করে নিতে সফল হয়েছে।
'গোল্ডেন গ্লোব' জয়ের পর থেকেই এমএম কিরাবাণীর এই গান নিয়ে আশায় বুক বেঁধেছিল গোটা ভারত, নিরাশ করল না আরআরআর টিম। তবে 'সেরা বিদেশি ভাষা'র ছবি বিভাগে ফের একবার হতাশা হাতে এল ভারতের। চলতি বছরে ভারতের তরফে অস্কারের আনুষ্ঠানিক এন্ট্রি ছিল গুজরাতি ছবি 'ছেল্লো শো' (দ্য লাস্ট ফিল্ম শো), পাশাপাশি আরআরআর নিয়েও স্বপ্ন দেখেছিল ১৪০ কোটির দেশ। তবে দুটি ছবিই চূড়ান্ত মনোনয়ের তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ। তবে শৌনক সেনের ডকুমেন্ট্রি ফিচার মুখ উজ্জ্বল করল ভারতের। 'অল দ্যাট ব্রিদ' জায়গা করে নিয়েছে ফাইনাল নমিনেশন তালিকায়।
আগামী ১২ই মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বার্ণাঢ্য আসর। শেষ হাসি হাসতে 'নাটু নাটু'কে হারাতে হবে 'অ্যাপ্লস', 'হোল্ড মাই হ্যান্ড', 'লিফট মি আপ', 'দিস ইজ লাইফ'-এর মতো জনপ্রিয় চারটি গানকে।
নমিনেশন জিতে নেওয়ার পর ইতিমধ্যেই প্রতিক্রিয়া মিলেছে 'আরআরআর' টিমের তরফে। ছবির অফিসিয়্যাল টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়- 'আমরা ইতিহাস গড়েছি'। সঙ্গে সংযোজন, 'অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ৯৫তম অস্কারের আসরে নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে'।
'আরআরআর' ছবিতে এই গানে জুনিয়র এনটিআর এবং রামচরণকে ফাটিয়ে নাচতে দেখা গিয়েছে এই গানে। এম এম কিরাবাণীর সুর করা এই গানটি গেয়েছেন কালা ভৈরব, এবং রাহুল সিপলিগঞ্জ। গানের কথা লিখেছেন চন্দ্র বোস। অনেকেই আশা করেছিলেন ইতিহাস গড়ে সেরা অভিনেতার মনোনয়ন পেতে পারেন জুনিয়র এনটিআর, তেমন ইঙ্গিত দিয়েছিল জনপ্রিয় মার্কিন পত্রিকা, তবে সেই আশা জল পড়ল এদিন।
বিদেশি ভাষার ছবি বিভাগে জায়গা করে নিয়েছে গোল্ডেন গ্লোব জেতা ছবি 'আর্জেন্টিনা, ১৯৮৫'। এছাড়াও জার্মানির 'অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, বেলজিয়ামের 'ক্লোজ', আয়ারল্যান্ডের 'দ্য কোয়াইট গার্ল' এবং পোল্যান্ডের 'ইও' জায়গা করে নিয়েছে।
সেরা তথ্যচিত্রের (ফিচার) চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিয়ে ফের একবার বাঙালির মুখ উজ্জ্বল করলেন শৌনক সেন।