রাবিতে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
শনিবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) রাতে মতিহার থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার রফিকুল আলম।
তিনি বলেন, "সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপ-পরিদর্শক আমানত বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।"
এর আগে শনিবারের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে রাবি কর্তৃপক্ষ। শনিবার বাস ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় দোকানদারদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ক্যাম্পাসে ফিরে আসা এক শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় বাসের সুপারভাইজারের; সেই সূত্র ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ বড় আকার ধারণ করে এবং প্রায় ২০০ জনের মতো আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে স্থানীয়রা ক্যাম্পাসের বাইরে অবস্থান নিলে শিক্ষার্থীরা অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে।
ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিচারের দাবিতে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্লিপ্তার কারণেই তাদের ওপর হামলা হয়েছে।
এদিকে, রোববার সকালে আন্দোলনের ঘটনা কভার করতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।