তামিমের পর সাকিব, নাম বসালেন জয়সুরিয়া-আফ্রিদির পাশে
তার পরিচয় তিনি অলরাউন্ডার, বোলার হিসেবেই বেশিরভাগ সময়ে তার দাপট দেখা গেছে। তবে গত কয়েক বছর ধরে ব্যাট হাতে শাসন করে আসছেন সাকিব আল হাসান। বল হাতে অবদান রাখলেও ব্যাটসম্যান সাকিবকে বেশি পেয়েছে বাংলাদেশ। সেটা ধারাবাহিকতায় এবার দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেছেন সাকিব।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ হাজার থেকে ২৪ রান দূরে থাকতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামেন সাকিব। ২০তম ওভারে আইরিশ পেসার কার্টিস ক্যাম্পারের পঞ্চম ডেলিভারিটি মিড অফে পাঠিয়ে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। সিলেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে 'অভিনন্দন সাকিব।' গ্যালারিতে থাকা দর্শকরা দাঁড়িয়ে কড়তালিতে জানান অভিবাদন। যদিও সাকিব ছিলেন নির্বিকার, কোনো উদযাপন করেননি।
দেশের হয়ে তামিম ইকবালের পরই এখন সাকিব। ২৩৫ ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৬৯ গড়ে ৮ হাজার ১৪৬ রান নিয়ে সবার উপরে তামিম। পরের জায়গাটি সাকিবের দখলে এলো। ২২৮তম ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব। ৯টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ সেঞ্চুরি করা অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাটিং গড় ৩৭.৯৭। দেশের পক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান পূর্ণ করা সাকিব বিশ্বের ৪৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছালেন।
তবে অলরাউন্ডারের দারুণ এক রেকর্ডে সাকিব কেবল তৃতীয়। কদিন আগেই ওয়ানডেতে ৩০০ উইকেট পূর্ণ করেছেন বাঁহাতি এই স্পিনার, যা দেশের পক্ষে প্রথম। এবার ৭ হাজার রানের কীর্তি সাকিবের নাম বসেছে শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদির নামের পাশে। তার আগে কেবল এই দুজনের দখলে ছিল ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড। এই ডাবলে সাকিবই দ্রুততম।
রান ও উইকেটের এই ডাবলে শীর্ষে জয়সুরিয়া। শ্রীলঙ্কার কিংবদন্তি এই ক্রিকেটার ৪৪৫ ম্যাচে ১৩ হাজার ৪৩০ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৩২৩টি। আফ্রিদি তার চেয়ে অনেক কম ম্যাচে নিয়েছেন প্রায় ৪০০ উইকেট। ৩৯৮ ওয়ানডেতে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের শিকার ৩৯৫ উইকেট, রান করেছেন ৮ হাজার ৬৪। তাদের পাশে তৃতীয় অলরাউন্ডার হিসেবে যুক্ত হলো সাকিবের নাম।