বিচার বিভাগের সংস্কার আগামী পার্লামেন্ট অধিবেশন পর্যন্ত স্থগিতে রাজি নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার বিভাগের প্রস্তাবিত সংস্কারের আলোচনা আগামী মাস পর্যন্ত স্থগিত করতে রাজি হয়েছেন। সোমবার কট্টর-ডানপন্থী ও কোয়ালিশন সরকারের দল জুয়িশ পাওয়ার এক বিবৃতিতে জানিয়েছে। খবর রয়টার্স-এর।
বিবৃতিতে জানানো হয়, পার্লামেন্টের আগামী অধিবেশন পর্যন্ত এ সংস্কার প্রস্তাবের কাজ স্থগিত করা হবে। 'আলোচনার মাধ্যমে সংস্কার বিল পাসের' উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
ইহুদিদের পাসওভার হলিডে উপলক্ষ্যে আগামী সপ্তাহ থেকে ছুটিতে যাবে দেশটির পার্লামেন্ট নেসেট।
বিচার বিভাগে সংস্কার আনার প্রস্তাব করে গণ আন্দোলনের মুখে পড়ে নেতানিয়াহুর কোয়ালিশন সরকার। এর আগে গতকাল রোববার (২৬ মার্চ) সংস্কার কাজ বন্ধ রাখার আহ্বান জানানোর পর বরখাস্ত হয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট। এদিন রাতারাতি আন্দোলনের তীব্রতাও বেড়ে যায়। সবমিলিয়ে একপ্রকার বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়েছিল বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।
নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মীয় কোয়ালিশন সরকারের ভেঙে পড়ার ঝূঁকিতে থাকার কথা বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছিল এর আগে। এছাড়া সংস্কার প্রক্রিয়া স্থগিত না করা হলে সাধারণ ধর্মঘটের আহ্বান করেছিল দেশটির হিস্টাড্রুট ইউনিয়ন।
সোমবার সকালে সংস্কার পরিকল্পনা বিষয়ে টেলিভিশনে নেতানিয়াহুর বিবৃতি দেওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়। তবে কোয়ালিশন পার্টির প্রধানদের সঙ্গে দেখা করেছিলেন তিনি।
ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন সংস্কার প্রক্রিয়াটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেছেন, লিকুদ পার্টির একজন সদস্য হিসেবে তিনি নেতানিয়াহুর যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন।
এদিন দেশটির পার্লামেন্টে যখন আইনপ্রণেতার জড়ো হয়েছেন, তখন তেল আবিব ও জেরুজালেমের রাস্তায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তাদের অনেকের হাতেই বর্তমান আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করা ইসরায়েরের নীল ও সাদা পতাকা দেখা যায়।
এদিকে বিচারিক সংস্কারের সমর্থনকারীরাও দেশটির পার্লামেন্ট নেসেটের সামনে পাল্টা সমাবেশের আয়োজন করেছিল।
সম্ভাব্য সংঘাত এড়াতে ইসরায়েলের রাস্তায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়। এক টুইটে নেতানিয়াহু দুই পক্ষের সমর্থকদেরকেই যেকোনো ধরনের সংঘর্ষ এড়ানোর আহ্বান করেন।
এর আগে লিকুদ দলের জনৈক কর্মকর্তা এবং প্রক্রিয়াটির সঙ্গে নিবিড়ভাবে সংশ্লিষ্ট আরেকটি উৎস রয়টার্সকে জানিয়েছিল, নেতানিয়াহু বিচারিক সংস্কারের পরিকল্পনা স্থগিত করতে পারেন। ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় কিছু বিক্ষোভের সূচনা করেছে এ সংস্কার প্রস্তাব।
এমনকি এ সংস্কার প্রসঙ্গে নিজের মতামত দিয়েছিলেন দেশটির রাষ্ট্রপ্রধান ইসাক হার্জগও। এক টুইটে তিনি এ পরিকল্পনা থামানোর জন্য সরাসরি আহ্বান জানান।
ইসরায়েলের প্রেসিডেন্টের পদ কেবল আনুষ্ঠানিক ও রাজনীতির ঊর্ধ্বে। তবে হার্জগের এ সরাসরি বিরোধিতা এ প্রস্তাবকে নিয়ে শঙ্কাকে আরও স্পষ্ট করে তুলেছিল।
সংস্কারের প্রস্তাব বাস্তবায়িত হলে ইসরায়েল সরকারের আইন প্রণয়ন ও নির্বাহী শাখার ওপর উচ্চ আদালতের আইন প্রয়োগের ক্ষমতা সীমিত হয়ে পড়ত এবং কোয়ালিশন আইনপ্রণেতারা বিচারক নিয়োগে অনেক বেশি ক্ষমতা পেতেন।
সমালোচকেরা বলছিলেন, ইসরায়েলের সরকার নিজের স্বার্থে দেশটির জাতীয় স্বার্থকে বিসর্জন দিচ্ছে।
সোমবার নেসেটে বিরোধীদলের সদস্যরা আলোচিত বিলটি তৈরির কমিটির চেয়ারম্যান সিমচা রোথম্যানের তীব্র সমালোচনা করেন। এ সময় তারা 'লজ্জা! লজ্জা!' বলে স্লোগান দেন।
'এটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের দখল নিয়ে নেওয়া। কোনো হামাস বা হিজবুল্লাহর দরকার নেই,' রোথম্যানকে উদ্দেশ করে একজন বিরোধীদলীয় আইনপ্রণেতাকে বলতে শোনা যায়।
'আইনটি ভারসাম্যপূর্ণ এবং ইসরায়েলের জন্য মঙ্গলজনক,' রোথম্যান বলেন।
এদিন পার্লামেন্টে বিরোধীদলের অনাস্থা ভোট পরাজিত হয়েছিল।