পাটজাত পণ্যের বহুমুখীকরণে গঠিত হলো ‘জুট প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল’
পাট খাতের উন্নয়নকে আরও বেগবান করা এবং সম্ভাবনা কাজে লাগাতে 'জুট প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল (জেপিবিপিসি)' গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি বহুমুখীকরণ, পণ্যের মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সম্পৃক্ত করা, কমপ্লায়েন্স প্রতিপালন ও আন্তর্জাতিক বাজারে বিপণন কৌশল নির্ধারণে কাজ করবে এই কাউন্সিল।
রোববার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সচিবালয়ে এক অনুষ্ঠানে এই কাউন্সিলের উদ্বোধন করেন। এই কাউন্সিল খাতভিত্তিক সাতটি কাউন্সিল গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
টিপু মুনশি বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে সোনালী আঁশ তথা পাট এখন সোনালী স্বপ্ন দেখাচ্ছে। অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করে ইউরোপসহ বিভিন্ন দেশে পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাট ও পাটজাত পণ্য উৎপাদনে সরকার সব ধরনের সহযোগিতা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের হাইকমিশনার বা রাষ্ট্রদূতকে পাটজাত পণ্য প্রদর্শন এবং বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। জুট প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল (জেপিবিপিসি) পাটজাত পণ্যের বহুমুখীকরণ ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
বর্তমানে দেশে প্রায় ৯০ লাখ বেল (এক বেল সমান ১৮২ কেজি) পাট উৎপাদন হয়, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় ৭০ শতাংশ। দেশের অভ্যন্তরীণ বাজারে কেবল ব্যাগের চাহিদা ১০ কোটি থেকে ৭০ কোটিতে উন্নীত হয়েছে এবং অন্যান্য পাট পণ্যের চাহিদা রয়েছে প্রায় হাজার কোটি টাকার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে পাট ও পাট পণ্য রপ্তানিতে প্রায় ১১৩ কোটি মার্কিন ডলার আয় হয়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বাংলাদেশ থেকে ৭০ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বিজনেস কমিশন কাউন্সিলের চেয়ারম্যান তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেক্টরের এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুট প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল (জেপিবিপিসি)-কে কোম্পানি আইনে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গঠন করার জন্য খসড়া মেমোরেন্ডাম অব আর্টিকেল এবং মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সেক্টরের ব্যবসায়ীদের মতামত নিয়ে যা চূড়ান্ত করা হবে। জুট প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিলের সদস্য এসোসিয়েশন হিসেবে পাট ও পাটজাত পণ্য খাতের সাথে সংশ্লিষ্ট আটটি এসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।