অস্ট্রেলিয়া সিরিজে দুর্নীতির প্রস্তাব পান ভারতের পেসার সিরাজ
কোনো ধরনের দুর্নীতি, ফিক্সিংয়ের প্রস্তাব বা এমন বিষয়ে সন্দেহ হলেও নির্দিষ্ট ওই ক্রিকেটারকে তার ক্রিকেট বোর্ড ও আইসিসিকে তা জানাতে হবে; এটা পেশাদার সব ক্রিকেটারই জানেন। প্রায়ই কর্মশালা করে এটা মনে করিয়ে দেওয়া হয়, না জানানোর শাস্তিও জানানো হয়। এসবই জানা মোহাম্মদ সিরাজের, তাই তো দুর্নীতির প্রস্তাব পেয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন বিভাগকে জানিয়ে দিয়েছেন তিনি
ভারতের ডানহাতি এই পেসারকে দুর্নীতি করার প্রস্তাব দেন এক চলক। বাজিতে বড় অঙ্কের অর্থ হারানো এই চালক সিরাজের কাছে ভারত দলের ভেতরের খবর জানতে চান। এমন খবর জানতে চাওয়ার মানে বুঝতে দেরি হয়নি সিরাজের, সঙ্গে সঙ্গে বোর্ডের দুর্নীতি দমন বিভাগকে জানিয়ে দেন তিনি।
৪টি টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে গত ফেব্রুয়ারিতে ভারত সফরে যায় অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ চলাকালীন ভারত দলের ভেতরের খবর জানাতে সিরাজকে প্রস্তাব দেন এক অপরিচিত ব্যক্তি। ভারতের এই পেসার দেরি না করে দ্রুততার সাথে কর্তৃপক্ষকে এটা জানিয়ে দেন।
সেই ব্যক্তির পরিচয় খুঁজে বের করে দুর্নীতি দমন বিভাগ। বিসিসিআইয়ের এক কর্তা ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, এরই মধ্যে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
তিনি বলেছেন, 'সিরাজকে প্রস্তাব দেওয়া ব্যক্তি কোনো বাজিকর ছিল না। সে হায়দরাবাদের একজন চালক। আসলে সে ম্যাচে বাজি ধরায় আসক্ত। সে বাজিতে অনেক অর্থ খোয়ানোর পর সিরাজের কাছে ভেতরের খবর জানতে চেয়েছিল। সঙ্গে সঙ্গে সিরাজ বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।'