‘এমন না যে বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে’
ম্যাচে শারীরিক ভাষা ও মনোভাব কেমন রাখতে চান? এমন প্রশ্নে সব সময়ই ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলার কথা বলেছেন চান্দিকা হাথুরুসিংহে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে সেই কথা আবারও জানালেন দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়া লঙ্কান এই কোচ।
হাথুরুসিংহের কাছে ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলার মানে আর সবার মতো নয়। আগ্রাসী ক্রিকেট খেলা মানেই যে বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে, এমন মনে করেন না সাকিব-তামিমদের কোচ। সব সময় ইতিবাচক থেকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আগ্রাসী সিদ্ধান্ত নেওয়ার মানেই হাথুরুসিংহের কাছে আগ্রাসী ক্রিকেট।
ইংল্যান্ডের চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। যা আইসিসি সুপার লিগের অংশ। সিরিজটি বাকিগুলোর মতো গুরুত্বপূর্ণ হলেও এই সিরিজ দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করার মিশন নেই বাংলাদেশের। ভারতে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলা অনেক আগেই নিশ্চিত হয়েছে তামিম ইকবালের দলের।
তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে করা দাপুটে পারফরম্যান্স এবারও ধরে রাখতে চায় বাংলাদেশ। এ কারণেই ইংল্যান্ডের বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে সিলেটে তিন দিনের ক্যাম্প করে তারা। আজ প্রস্তুতি ক্যাম্পের শেষ দিন। আজ ক্যাম্প শুরুর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের অনেক বিষয় নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলেন হাথুরুসিংহে।
বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। যেখানে উইকেট হবে তুলনামূলক বাউন্সি, গতিময়; বিশ্ব আসরে কেমন মনোভাব নিয়ে খেলবে বাংলাদেশ। জবাবে আগের মতো করেই বললেন হাথুরুসিংহে, 'আমাদের অ্যাপ্রোচ সব সময় থাকবে ইতিবাচক আগ্রাসী ক্রিকেট খেলার। এর মানে এমন না যে, বল মেরে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে হবে।'
'ক্রিকেটারদেরও আমি এই কথা বলি সব সময়। আগ্রাসী ক্রিকেট মানে হলো, যা-ই করি না কেন, ইতিবাচক আগ্রাসী মনোভাব নিয়ে করা। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আগ্রাসী থাকা, হোক সেটা দল বাছাই, ফিল্ডিং সাজানো কিংবা বোলিং লাইন আপ ঠিক করা। আমরা ছেলেদেরকে এই স্বাধীনতা দিতে চাই, যেন তারা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে পারে।' যোগ করেন তিনি।
আজ ক্যাম্প শেষ করে ঢাকা ফিরে দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ৩০ এপ্রিল রাতে রওনা দেবে বড় অংশটি, ফ্লাইট ১টা ৪০ মিনিটে। ১ মে সকাল ১০টা ১৫ মিনিটে রওনা দেবে পরের অংশটি। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।