নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে আজমত উল্লাহর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট ইসি
গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থী আজমত উল্লাহ খান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ঢাকায় ইসি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, 'আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। তবে আজমত উল্লাহ আমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে ব্যাখ্যা দিয়েছেন। আমরা তার ব্যাখ্যায় সন্তুষ্ট।'
নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দেওয়ার পর আজমত উল্লাহ সাংবাদিকদের বলেন, 'আমি কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি, ভবিষ্যতেও করব না।
'মনোনয়নপত্র দাখিলের দিন আমার সাথে কোনো মিছিল আসেনি এবং নগরীর বাইরে মিটিং হয়েছে। তবে এসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য আমি যথাসাধ্য চেষ্টা করব।'
এর আগে ৪ মে নির্বাচন কমিশন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে দ্বিতীয়বারের মতো তার নির্বাচনী বিধি লঙ্ঘনের কারণে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছিল।
আজমত উল্লাহকে ৭ মে ঢাকায় ইসির প্রধান কার্যালয়ে ব্যক্তিগতভাবে হাজির হয়ে তার কর্মকাণ্ডের ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করা হয়েছিল।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আজমত উল্লাহ খানের পক্ষে জনসমক্ষে ভোট চেয়ে সমাবেশ করায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে।
আগে থেকে সতর্ক করা সত্ত্বেও তিনি প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী আচরণবিধির ৫ নং বিধি লঙ্ঘন করে প্রচারণা চালান।
এর আগে ২৭ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে ২৫ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদল লোককে শোডাউনে নিয়ে এসে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তিনি।