আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন জয়সাওয়াল
মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড নতুন করে লিখলেন ইয়াসাসভি জয়সাওয়াল। আইপিএলের ইতিহাসেই এটি দ্রুততম হাফ সেঞ্চুরি।
কলকাতার বিপক্ষে রাজস্থানের হয়ে ওপেনিং করতে নেমে ঝড় তোলেন ২১ বছর বয়সী জয়সাওয়াল। কে এল রাহুল এবং প্যাট কামিন্সের গড়া ১৪ বলের হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
কলকাতার দেয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন রাজস্থানের দুই ওপেনার জয়সাওয়াল এবং জস বাটলার। এক পাশে বাটলারকে দর্শক বানিয়ে কলকাতার বোলারদের কচুকাটা করেন জয়সাওয়াল।
মাত্র ১৩ বলে সাতটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন জয়সাওয়াল। যা আইপিএলের ইতিহাসেই দ্রুততম। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে মাত্র ১৪ বলে অর্ধশতক তুলে নিয়েছিলেন কে এল রাহুল। গত আইপিএলেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতার হয়ে ১৪ বলে ৫০ করেছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
রাহুল এবং কামিন্সের সেই রেকর্ড ভেঙে দিলেন জয়সাওয়াল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জয়সাওয়াল অপরাজিত আছেন ২২ বলে ৬২ রান নিয়ে।