ভীতি প্রদর্শন করায় গাজীপুর সিটি নির্বাচনের একদিন আগে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল
গাজীপুর সিটি নির্বাচনে ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজিজুর ভোটারদের তার বক্তব্যের মাধ্যমে ভীতি প্রদর্শন করেছেন এমন অভিযোগের তদন্তের পর ইসির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আজ বুধবার (২৪ মে) গাসিক নির্বাচনের একদিন আগে ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, "বিভিন্ন মাধ্যম হতে প্রাপ্ত ভিডিও ক্লিপ, রিটার্নিং অফিসার কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদন, তার (আজিজুরের) দোষ স্বীকারোক্তিমূলক লিখিত ক্ষমা প্রার্থণার আবেদনসহ প্রাসঙ্গিক বিষয়াদি পর্যালোচনাপূর্বক সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে তার ক্ষমা প্রার্থনার আবেদন মাননীয় কমিশনের কাছে গ্রহযোগ্য বিবেচিত হয়নি।
আজিজুর নির্বাচনবিধি ভঙ্গ করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (২৩ মে) এক নির্বাচনী জনসভায় ভোটারদের ভীতি প্রদর্শন করে বক্তব্য দেওয়ার অভিযোগে পূবালী থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুরকে কারণ দর্শানোর নোটিশ দেয় ইসি।
ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আজ বুধবার আজিজুরকে ঢাকায় কমিশনে এসে ব্যাখ্যা দিতে বলা হয়।
আজিজুর রহমান উপস্থিত হয়ে নিজের বক্তব্য দেন।'নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেব না' - এ সময় তাকে তার এই বক্তব্যের ভিডিও ক্লিপ দেখানো হয়। প্রার্থী ক্ষমা প্রার্থনা করে লিখিত বক্তব্য দেন।
এরপর নির্বাচন কমিশন প্রার্থীর বক্তব্যের ভিডিও ক্লিপ, তদন্ত প্রতিবেদন এবং প্রার্থীর ক্ষমা প্রার্থিতার আবেদন—সবকিছু বিবেচনায় নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁর ক্ষমার আবেদন গ্রহণযোগ্য নয় বলে সিদ্ধান্ত নেয় এবং লাটিম প্রতীকের পদপ্রার্থী আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করে।