১০ বছরে ধরে ‘নিখোঁজ’ বাবাকে খুঁজছে ছোট্ট হৃদি
'আমার বাবাকে ছাড়া আমি থাকতে পারি না, তাকে ছাড়া খেতেও কষ্ট হয়। ঈদ আসে, চলে যায়, আমারও তো ইচ্ছে হয় বাবাকে নিয়ে ঈদ করতে। বাবাকে ছাড়া দীর্ঘ ১০ বছরের বেশি কাটিয়েছি। আমার একটি ছোট ভাই আছে, সে-ও বাবাকে খুঁজছে।'
কথাগুলো বলছিল বলপূর্বক গুমের শিকার পারভেজের ১২ বছর বয়সি মেয়ে আদিবা ইসলাম হৃদি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলে সে।
পারভেজ হোসেন ছিলেন বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ডিসেম্বরে শাহবাগ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে তুলে নিয়ে যায়
মানববন্ধনে আরেক গুম হওয়া ব্যক্তি কাউসারের মেয়ে লামিয়া আক্তার বলে, 'আমার মাত্র দেড় বছর বয়সে বাবা গুম হয়। দশ বছর হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে বাবাকে খুঁজছি, আমারও তো ইচ্ছে করে বাবার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে।
'যখন স্কুলে যাই বন্ধুদের দেখি বাবার সাথে হাত ধরে স্কুলে আসছে, আমি কেন পারছি না? আমার কি সেই ভাগ্য নেই, বাবার সাথে স্কুলে যেতে, ঘুরতে। আমিও তো এই দেশেরই নাগরিক, তাহলে কেন আমার বাবাকে পাব না?'
নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে "মায়ের ডাক"-এর ব্যানারে জড়ো হয়ে বলপূর্বক গুম বন্ধ ও নির্যাতিতদের নিরাপদে প্রত্যাবর্তনের দাবি জানান।
গুমের শিকার সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখির নেতৃত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিল গুমের শিকার মো. সোহেলের মেয়ে সাফা, গুমের শিকার মো. কাউসারের মেয়ে মিম।
এক দশক ধরে নিখোঁজ বাবাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানায় অপহৃত সোহেলের মেয়ে সাফা। সে বলে, '১০ বছর ধরে বাবা নিখোঁজ, আমি আমার বাবাকে দেখিনি। বাবাকে বিনা দোষে নেওয়া হয়েছে, বাবার তো কোনো দোষ ছিল না। আমি শুধু আমার বাবাকে চাই। শেখ হাসিনার কাছে একমাত্র দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন।'
রাজধানীর প্রেসক্লাব এলাকার কাউন্সিলর ছিলেন চৌধুরী আলম। ২০১০ সালে ইন্দিরা রোড থেকে সাদা পোশাকে ডিবি তাকে তুলে নিয়ে যায় বলে মানববন্ধনে জানান তার ভাই। নিখোঁজ ভাইকে ফিরিয়ে আনতে মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে সাহায্যের আবেদন জানান তিনি।
চিত্রশিল্পী শহীদুল আলম নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে বলেন, ' আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম। রাষ্ট্রীয় বাহিনী বলেছে, আমাকে গ্রেফতার করা হয়েছে। আমার গুমের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশ একটা জিডি পর্যন্ত নেয়নি। পাঁচ বছরে এখন পর্যন্ত চার্জশিট দিতে পারেনি। বিচারক বলেছিলেন, আপনার ভাগ্য ভালো গুম হয়ে যান নাই।'