নিষেধাজ্ঞা নিয়ে আ. লীগ সরকারের কোনো মাথাব্যথা নেই, সুষ্ঠু নির্বাচনে গুরুত্ব দিচ্ছে: কাদের
সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন গুঞ্জন যখন চলছে তার মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না।
বিদেশিরা আমাদের বন্ধু, প্রভু নয় - এমন মন্তব্য করে তিনি বলেন, নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ সরকারের কোনো মাথাব্যথা নেই।
আজ রোববার (২৮ মে) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথসভার শুরুতে তিনি এসব কথা বলেন।
কাদের অভিযোগ করেন, মার্কিন ভিসা নীতি নিয়ে বিএনপি নাটক সাজাচ্ছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপি পরাজিত হবে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দলীয় প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, আইন করে স্বাধীন নির্বাচন কমিশন করা হয়েছে। আমরা ক্ষেত্র প্রস্তুত করছি। প্রস্ততি শেষ পর্যায়ে।
আ. লীগ সাধারণ সম্পাদক বলেন, গাজীপুরে নৌকা হেরেছে কিন্তু নির্বাচন অবাধ, গণতান্ত্রিক হয়েছে। গণতন্ত্রকে বিজয়ী করেছি। সামনে বরিশাল, সিলেট, খুলনা ও রাজশাহী সিটি নির্বাচন। এই নির্বাচনও অবাধ, সুষ্ঠু হবে।
বিএনপির কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। মার্কিন ভিসা নীতিতে তো তত্ত্বাবধায়ক, বা বর্তমানে সরকারের পদত্যাগের উল্লেখ নেই।