এ কেমন শত্রুতা, বিষে শেষ ৪৪ হাজার তেলাপিয়া
পুকুরে ভাসছে মরা মাছ। একটা-দুটা নয়, হাজার হাজার। পারে যতই তোলা হচ্ছে, ততই ভেসে উঠছে মরা মাছ।
তখন বুঝতে আর বাকি নেই মৎসচাষী মতিউর রহমান সাখাওয়াতের, তার পুকুরে বিষ দেওয়া হয়েছে। নির্বিচারে মেরে ফেলা হয়েছে মাছগুলো।
অমানবিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের নামাপাড়া গ্রামে। ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে ওই গ্রামের 'ত্বাকী মৎস্য খামারে' মঙ্গলবার রাতের আঁধারে কেউ বিষ প্রয়োগ করেছে।
এতে মারা গেছে ৪৪ হাজার তেলাপিয়া মাছ। যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা জানিয়েছেন খামার মালিক।
খবর পেয়ে ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
খামারের মালিক মতিউর রহমান সাখাওয়াত বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা হতেই পারে। কিন্ত মাছগুলোর সঙ্গে এ কেমন শত্রুতা? ভেবেছিলাম ঈদে বিক্রি করব। এক রাতে সব শেষ হয়ে গেল।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।