রিজার্ভ হিসাবে আইএমএফের ফর্মুলা বাস্তবায়ন কেন্দ্রীয় ব্যাংকের, কমে দাঁড়াল ২৩.৫৬ বিলিয়ন ডলারে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গাইডলাইন অনুসরণ করে – বৈদেশিক মুদ্রা রিজার্ভের হিসাব করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের আগের পদ্ধতিতে করা হিসাবের চেয়ে রিজার্ভের পরিমাণ কমেছে প্রায় ৬.৪৪ বিলিয়ন ডলার।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা মেনে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক তথ্যমতে, গতকাল বুধবার (১২ জুলাই) রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। যা আগের পদ্ধতিতে ২৯ দশমিক ৯২ বিলিয়ন ডলার হিসাব করা হয়েছিল।
সংশোধিত এই হিসাব, লেনদেনের ভারসাম্য এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) এর মতো আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এসব মানদণ্ড অনুসরণ করে রিজার্ভ হিসাব করার সময়- সেখান থেকে বিভিন্ন অঙ্গ বাদ রাখতে হয়।