সৌদির ওয়ার্কশপে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের আল-হুফুফ শহরের বাণিজ্যিক এলাকায় একটি ফার্নিচার ওয়ার্কশপে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন রাজশাহীর। শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন: মো. রুবেল হোসাইন, মোহাম্মদ উবায়দুল, রমজান, মোহাম্মদ সাজেদুল ইসলাম, আরিফ, বারেক সরদার, মো. জুবায়েত ঢালী, সাইফুল ইসলাম ও মো. ফিরুজ আলী সরদার।
এ ঘটনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এ ঘটনায় ৯ বাংলাদেশি ও ১ ভারতীয়সহ মোট ১০ জন নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা বাংলাদেশি কর্মী বিপ্লব হোসেন ও মো. জুয়েল হোসেন দূতাবাস প্রতিনিধিকে জানান, একজন ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে ১৪ জন বাংলাদেশী কর্মী কাজ করতেন।
তারা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে খাওয়া-দাওয়া করে কারখানার ওপরের আবাসনে কর্মীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচ থেকে আগুন আগুন চিৎকার শুনে বিপ্লব ও জুয়েল দ্রুত সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। চারদিকে কালো ধোঁয়ায় অন্ধকারে প্রবেশপথ আচ্ছন্ন হয়ে যায়।
বিপ্লব ও জুয়েল অনুমানের উপর নির্ভর করে সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পারেন। কিন্তু অন্য সহকর্মীরা কালো ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান। তিনজন কর্মী ঘটনার সময় কারখানার বাইরে থাকায় আক্রান্ত হননি।
রাষ্ট্রদূত জানান, আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।