ইকুয়েডরে নির্বাচনী প্রচারণা শেষে প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে হত্যা
ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও (৫৯)-কে নির্বাচনী প্রচারণার পর গুলি করে হত্যা করা হয়েছে। খবর বিবিসি'র।
দেশটির জাতীয় পরিষদের সদস্য ফার্নান্দো বুধবার (৯ আগস্ট) উত্তরাঞ্চলীয় শহর কুইটো-তে হামলার শিকার হন।
তার প্রচারাভিযান দলের একজন সদস্য দেশটির স্থানীয় মিডিয়াকে বলেছেন, প্রচারণা শেষে গাড়িতে ওঠার সময় এক ব্যক্তি এগিয়ে এসে ফার্নান্দোর মাথায় গুলি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে তিনবার গুলি করা হয়।
এ ঘটনার পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো লাসো জানিয়েছেন, সংশ্লিষ্ট অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। একে সংঘবদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেন তিনি।
এদিকে দেশটির অ্যাটর্নি জেনারেল সোশ্যাল মিডিয়ায় বলেন, নিরাপত্তাকর্মীদের সাথে গোলাগুলিতে আহত হওয়ার পর মারা গেছেন ফার্নান্দোকে গুলি করা সন্দেহভাজন।
আরো বলা হয়, এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন, যার মধ্যে আছেন একজন বিধানসভা প্রার্থী এবং দুই পুলিশ কর্মকর্তা।
ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০ আগস্ট। প্রথম দফার এই নির্বাচনে অংশ নিতে যাওয়া আটজন প্রার্থীর একজন ছিলেন ফার্নান্দো।
ইকুয়েডরে ড্রাগ কার্টেল বাড়তে থাকায় ক্রমশ বাড়ছে সহিংসতা।
গত মাসে সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পরে দেশটির তিন প্রদেশে জরুরি অবস্থা জারি করেন বর্তমান প্রেসিডেন্ট লাসো; এমনকি রাতে কারফিউ ঘোষণা করা হয় এ প্রদেশগুলোতে।
গত সপ্তাহে ফার্নান্দো বলেছিলেন, তাকে এবং তার দলকে মাদক পাচারের সাথে জড়িত একটি গ্যাংয়ের নেতা হুমকি দিয়ে আসছেন।