দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সফররত কংগ্রেসম্যানদের বিএনপি
অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (১৩ আগস্ট) সফররত মার্কিন কংগ্রেসম্যান এড কেস এবং রিচার্ড ম্যাককরমিকের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা জানান, কোনো দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, 'তারা (কংগ্রেসম্যানরা) নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে আমরা তাদের জানিয়েছিলাম যে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।
তিনি আরও বলেন, আগের নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে এবং সেগুলো সুষ্ঠু হয়নি।
কংগ্রেসম্যান ম্যাককরমিক জর্জিয়া থেকে রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করছেন এবং কেস ডেমোক্র্যাটিক পার্টি, হাওয়াই থেকে।
কেস ও ম্যাককরমিক সোমবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন।
মার্কিন দূতাবাস জানিয়েছে যে তারা ২০১৭ সালের পর প্রথম কংগ্রেসনাল প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।
ঢাকায় ম্যাককরমিক এবং কেস বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সদস্যদের সাথে বৈঠক করছেন।