পাকিস্তানে দুর্ঘটনা-কবলিত কেবল কার থেকে ৮ জনকে উদ্ধারে অভিযান চলছে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গিরিখাদের ওপর দুর্ঘটনা কবলিত একটি কেবল কার থেকে ছয় শিশু ও দুজন প্রাপ্তবয়স্ককে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী অংশ নিচ্ছে। খবর বিবিসির
শিশুদের বয়স ১০ থেকে ১৬ বছরের মধ্যে। একজন শিশুর হৃদযন্ত্রের সমস্যা আছে, সে সংজ্ঞা হারিয়েছে।
জানা যায়, আজ মঙ্গলবার (২২ আগস্ট) আরোহীদের নিয়ে স্থানীয় একটি স্কুলে যাওয়ার সময় কেবল কারবাহী একটি তার ছিঁড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে উল্টে যায় কারটি। তবে অপর একটি তারের ওপর ভর থাকায় মাটিতে আছড়ে পড়া থেকে রক্ষা পায়। কর্মকর্তারা জানান, কেবল কারটি এখন মাটি থেকে ২৭৪ মিটার (৯০০ ফুট) উচুতে কাত হয়ে ঝুলে রয়েছে।
পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এই ঘটনাকে আশঙ্কাজনক বলে উল্লেখ করে উদ্ধারকারীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সামরিক হেলিকপ্টার কেবল কারটির কাছে পৌঁছেছে। তবে উদ্ধারকাজ খুবই বিপজ্জনক।
পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন জানিয়েছে, প্রথম হেলিকপ্টার আসার আগেই অন্তত চার ঘণ্টা ধরে কেবল কারের মধ্যে আটকে ছিলেন আট আরোহী।
পাখতুনখোয়া প্রদেশের আলাই উপত্যকায় সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আটকে থাকা কেবল কারটি দেখতে পেয়ে লাউডস্পিকারের মাধ্যমে স্থানীয় কর্মকর্তাদের বিষয়টি জানান।
স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা মোহাম্মদ আমজাদ জানান, উদ্ধার অভিযানে এপর্যন্ত চারটি হেলিকপ্টার অংশ নিয়েছে। কিন্তু, প্রতিবারই চেষ্টা ব্যর্থ হয়েছে।
আলাই উপত্যকার সহকারী কমিশনার জাওয়াদ হুসেইন বিবিসিকে বলেন, সামরিক হেলিকপ্টার থেকে দড়িতে ঝুলে দুইবার কেবল কারটির কাছে পৌঁছানোর চেষ্টা করেন একজন কমান্ডো। কিন্তু, সে চেষ্টাও সফল হয়নি।
তবে তিনি জানান যে, হেলিকপ্টার থেকে আটকে পড়া মানুষদের কিছু খাদ্য ও পানীয় দেওয়া সম্ভব হয়েছে।
অকুস্থলে উপস্থিত একজন উদ্ধার-কর্মকর্তা শারিক রিয়াজ খাট্টকের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গিরিখাতে দমকা হাওয়া প্রবল হওয়ায় উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে। হেলিকপ্টারের রোটরের ব্লেডের বাতাসে কেবল কারের ভারবহনকারী চেয়ার-লিফট আরো অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।