যুক্তরাষ্ট্র-ইরান বন্দী বিনিময়ে মুক্তি পাওয়া ৫ মার্কিন নাগরিক কারা?
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বহুল আলোচিত বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে ইরান থেকে ছাড়া পেয়েছেন ৫ মার্কিন নাগরিক।
বিষয়টি নিশ্চিত করে বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেন, মুক্তি পাওয়া পাঁচ আমেরিকান এবং তাদের মার্কিন পরিবারের দুই সদস্য কাতারের রাজধানী দোহায় উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বন্দীদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে হোয়াইট হাউস; তারা হলেন– সিয়ামক নামাজি, এমাদ শার্ঘি এবং মোরাদ তাহবাজ।
অন্য দুজনের পরিবার তাদের পরিচয় প্রকাশ করেনি। তবে তাদের মধ্যে একজন বিজ্ঞানী এবং আরেকজন ব্যবসায়ী বলে জানা গেছে। পশ্চিমা সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এরমধ্যে একজন নারীও রয়েছেন।
চুক্তির অংশ হিসাবে যে মার্কিন নাগরিকরা মুক্তি পেলেন তাদের সম্পর্কে যা জানা গেল–
সিয়ামক নামাজি
৫১ বছর বয়সী মার্কিন-ইরানি ব্যবসায়ী সিয়ামক নামাজি ২০১৫ সালে তেহরানে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ইরনের রেভুলশনারি গার্ডের হাতে আটক হন। এর কয়েক মাস পর, তার অসুস্থ বাবা তার সঙ্গে দেখা করতে গেলে তাকেও আটক করা হয়।
মার্কিন সরকারকে সহযোগিতা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের দুজনকেই ২০১৬ সালে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সিয়ামকের বাবা বাকের নামাজি ইরানের একজন সাবেক প্রাদেশিক গভর্নর এবং ইউনিসেফের সাবেক কর্মকর্তা; মার্কিন ও ইরানি উভয় নাগরিকত্বই রয়েছে তার। চিকিৎসার জন্য ২০১৮ সালে তাকে কারাগার থেকে গৃহবন্দী করা হয় এবং ২০২২ সালে তিনি চিকিৎসার উদ্দেশ্যে ইরান ত্যাগ করার সুযোগ পান।
এমাদ শার্ঘি
২০১৭ সালে, এমাদ শার্ঘি (৫৯) এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ইরানে যান।
ইরানি-আমেরিকান এই ব্যবসায়ীকে ২০১৮ সালে প্রথম গ্রেপ্তার করা হয়। এর আট মাস পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। ইরানের একটি আদালত তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগ থেকে মুক্তি দিলেও তার ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল ছিল।
২০২০ সালের নভেম্বরে তাকে অন্য একটি আদালত আবারও তলব করে। এবার গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া শার্ঘিকে।
প্রাথমিকভাবে তাকে কারাবদ্ধ করা না হলেও ২০২১ সালের জানুয়ারিতে ইরান থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ইরানি গণমাধ্যম।
মোরাদ তাহবাজ
ইরানি-আমেরিকান পরিবেশবাদী মোরাদ তাহবাজকে ২০১৮ সালে আটক করা হয়; তার ব্রিটিশ নাগরিকত্বও রয়েছে।
২০১৯ সালে 'ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সমাবেশ ও যোগসাজশ' এবং 'গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে মার্কিন শত্রু সরকারের সঙ্গে যোগাযোগের জন্য' ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।