ম্যাচ হারের পর গুরবাজকে ব্যাট উপহার দিলেন বাবর
আইসিসির ব্রডকাস্ট চ্যানেলের ম্যাসেঞ্জার গ্রুপে একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'বাবর আজমের পক্ষ থেকে একটি উপহার। স্পিরিট অব ক্রিকেট এখনও বেঁচে আছে এবং ভালোই আছে।' এই খবরের সঙ্গে উপরের ছবিটি দেখলেই বিশ্ব ক্রিকেট সংস্থার লেখা লাইন দুটির মানে বুঝে ফেলার কথা।
যাদের ব্যাটে বিশ্বকাপে পাকিস্তানকে হারালো আফগানিস্তান, ম্যাচের পর তাদের একজনকে ব্যাট উপহার দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর। সোমবার চেন্নাইয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানরা। কদিন আগে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো দলটি আজ বাবরের দলকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে।
পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য হেসেখেলেই ছাড়িয়ে যায় আফগানিস্তান, তুলে নেয় ৮ উইকেটের বড় জয়। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে এবং ওয়ানডেতে এটাই আফগানদের প্রথম জয়। স্মরণীয় এই জয় তুলে নেওয়ার পথে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়েছে তারা।
জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রহমানউল্লাহ গুরবাজ। লক্ষ্য তাড়ায় ইব্রাহিম জাদরানের সঙ্গে রেকর্ড জুটি গড়া ডানহাতি এই আফগানিস্তান ওপেনার ৫৩ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। নিজের দল হারলেও গুরবাজের ইনিংসটি মনে ধরেছে বাবরের। এতোটাই মনে ধরেছে যে, ম্যাচের পর নিজের একটি ব্যাট গুরবাজকে দিয়ে দেন তিনি।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আবদুল্লাহ শফিক ও বাবর আজমের হাফ সেঞ্চুরির পর শেষ দিকে ইফতিখার আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৮২ রান তোলে পাকিস্তান। জবাবে গুরবাজ ও ম্যাচসেরা ইব্রাহিমের জুটিতে দাপুটে শুরুর পর রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শদিহির ব্যাটে বড় জয় তুলে নেয় আফগানিস্তান।