৩০ অক্টোবর রাজধানীতে জনসভা করবে ১৪ দল
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান এবং 'বিএনপি-জামায়াতের নৈরাজ্যের' প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর রাজধানীতে জনসভার কর্মসূচি ঘোষণা করেছে আওযামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি-র বাসভবনে ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানান আমির হোসেন আমু। তিনি বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক অপতৎপরতা প্রতিরোধে ১৪ দল প্রস্তুত রয়েছে।
১৪ দল জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে জানিয়ে আমু বলেন, 'দেশি কিংবা বিদেশি শক্তির অপতৎপরতায় কিছুই হবে না। দেশের সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন হবে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এবং থাকা দরকার।'
তিনি বলেন, '১৪ দলীয় জোট সৃষ্টি হওয়ার পর থেকে আমরা আন্দোলন, সংগ্রাম একসাথে করেছি এবং আগামীতেও একসাথে করব। ১৪ দল ঐক্যবদ্ধ আছে।'
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংলাপের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে আমু বলেন, 'মূল দলগুলো সংলাপে আগ্রহী না। সুতরাং, আমরা এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না।'
সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।