'আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট'
মিরপুরে বাংলাদেশকে চার উইকেটে হারিয়ে ১-১ সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে নিউজিল্যান্ড। দিনের হিসেবে ম্যাচটি চারদিনে গড়ালেও বৃষ্টি ও বৈরি আবহাওয়া মিলিয়ে খেলা হয়েছে সর্বসাকুল্যে দুইদিনের কাছাকাছি।
প্রথমদিনেই ১৫ উইকেটের পতন ঘটে মিরপুর টেস্টে। শেষ পর্যন্ত জিতেও ম্যাচের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কিউই অধিনায়ক টিম সাউদি।
এই পেসার তার ক্যারিয়ারে ৯৫টি টেস্ট খেলেছেন, বিশ্বের সব প্রান্তেই খেলার অভিজ্ঞতা আছে তার। সেই সাউদি মিরপুরের পিচকে তার দেখা সবচেয়ে বাজে পিচ বলে আখ্যা দিয়েছেন। জিতেও তাই সাউদির অসন্তোষ ঝরে পড়ল, 'সম্ভবত আমার দেখা সবচেয়ে বাজে পিচ। ভালো ম্যাচ হওয়ার জন্য ব্যাটসম্যান ও বোলারদের জন্য সমানভাবে পিচ তৈরি করতে হবে, এখানে বোলারদের আধিপত্য বেশি ছিল।'
এই ম্যাচ খেলার অভিজ্ঞতা কেমন ছিল সেটি জানাতে গিয়ে সাউদি বলেন, 'খুবই কঠিন একটা ম্যাচ ছিল। উইকেট খেলার জন্য সহজ ছিল না। ছোট ছোট কয়েকটা পার্টনারশিপ ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।'